প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর
“সৈয়দা সুলতানা রুমা”

ভাবছি বসে কার ইশারায়
শূণ্যে আকাশ খেলে,
কেমন করে বৃষ্টি-রোদে
শস‍্য দানা মেলে?

কার হুকুমে ক্লান্তিবিহীন
সূর্য‍্য দেখ চলে,
অন্ধকারে পথ দেখাতে
চাঁদটাকে কে বলে?

উঁচু-নিচু পর্বতমালার
কোন সেই কারিগর,
কার হুকুমে বন‍্যা-প্লাবন
কার হুকুমে ঝড়?

মহাকাশে সৃষ্টি হাজার
রহস‍্য কে জানে,
পাহাড় বেয়ে ঝর্ণা চলে
কার হুকুম সে মানে?

জলে স্থলে অন্তরীক্ষের
সৃষ্টিতে দাও দৃষ্টি,
অপূর্ব সব নেয়ামত
কার কল‍্যাণে সৃষ্টি?

কার হুকুমে মহাসাগর
এমন শান্ত থাকে,
কার দয়াতে শূণ্যে ওড়ে
পাখি ঝাঁকে ঝাঁকে?

কার হুকুমে বৃক্ষরাজি
বাঁচায় জীবের প্রাণ,
ভাবো তোমায় ছয় ইন্দ্রিয়
কে করেছেন দান?

কার দয়াতে বাঁচি মোরা
কার হুকুমে মরণ?
নিখিল বিশ্বের স্রষ্টা তিনি
সেজদায় হোক তাঁর চরণ।

সকল ভাবনার ঊর্ধ্বে তিনি
তিনিই সর্বদ্রোষ্ঠা,
এক এবং অদ্বিতীয়
তিনি সৃষ্টি কূলের স্রষ্টা।

SHARE THIS ARTICLE