জাইকা-বাংলাদেশ ৮২ হাজার ২২৪ কোটি টাকার মেট্রোরেল লাইন ১ ও ৫ প্রকল্পে ঋণ চুক্তির প্রস্তুতি। (ভিডিও)

শিপন দেওয়ান – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মেট্রোরেল লাইন ১ ও ৫ এ দুটি প্রকল্পে সহজ শর্তে ঋণ দিবে বাংলাদেশের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। প্রকল্প দুটি আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। বিশাল এ ঋণের সুদহার হবে অবকাঠামো খাতে ১ শতাংশ। তবে স্বাস্থ্য ও সেবাখাতে সুদহার যথাক্রমে দশমিক ৯ শতাংশ ও দশমিক এক শতাংশ। দশ বছর গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিভিন্ন প্যাকেজের আওতায় বাংলাদেশকে দেওয়া জাইকার এই ঋণ হবে সর্বোচ্চ।

ইআরডি ও জাইকার মধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, ইআরডির যুগ্মসচিব (জাপান-আমেরিকা উইং) মোহাম্মদ আশরাফ আলী ফারুক বলেন, দুই মেট্রোরেলে জাপান ঋণ দিচ্ছে। আমরা ঋণ চুক্তির জন্য কাজ করছি, যেসব প্রকল্পে ঋণ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে মেট্রোরেল লাইন-১ এ জাইকা ঋণ দিবে ৩৩ হাজার ৯১৪ কোটি টাকা.

মেট্রোরেল লাইন-৫ এ ৩০ হাজার ৭৫৬ কোটি টাকা। মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প-১ ও আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ারড পাওয়ার প্রজেক্ট-৫ এ ৮৪ কোটি ডলার ঋণ দেবে দেশটি। বঙ্গবন্ধু বহুমুখী রেল সেতু প্রকল্পে ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। এ প্রকল্পে জাইকা ৭ হাজার ৭২৪ কোটি টাকা দেবে। হেলথ সার্ভিস স্ট্রেংদেনিং প্রকল্পের আওতায় ৮ কোটি ডলারের ঋণ চুক্তি হবে।

SHARE THIS ARTICLE