পাঁচ বছর পর মিশরে জরুরি অবস্থা প্রত্যাহার হলো

Egypt's President Abdel Fattah al-Sisi speaks during a joint statement with Greek Prime Minister Kyriakos Mitsotakis, and Cypriot President Nicos Anastasiades after a trilateral summit between Greece, Cyprus and Egypt, in Athens, Greece, October 19, 2021 REUTERS/Costas Baltas

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ২০১৭ সালের এপ্রিল মাস থেকে মিশরে জরুরি অবস্থা জারি ছিল। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ফেইসবুকে প্রদত্ত এক স্ট্যাটাসে জানিয়েছেন, তিনি জরুরি অবস্থার সময়সীমা আর বর্ধিত করছেন না। ২০১৭ সাল থেকে প্রতি তিনমাস পরপর জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে মিসরে। এবার তা আর বর্ধিত না করা হলে পাঁচ বছর পর আইনগত দিক দিয়ে কিছুটা অতিরিক্ত নাগরিক সুবিধার অধিকারী হবেন দেশটির নাগরিকরা।

আব্দুল ফাত্তাহ সিসি বলেন, “মিশর এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার মরূদ্যানে পরিণত হয়েছে বলেই আর জরুরী অবস্থার কোন প্রয়োজনীয়তা নেই”।

২০১৭ সালের এপ্রিলে গির্জায় বোমা হামলা এবং কপটিক খ্রিস্টানদের উপর হামলার ফলে মিশরে ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং বহুসংখ্যক আহত হবার কারণে এই জরুরী অবস্থা জারী করা হয়েছিলো। এরপর থেকে প্রতি তিনমাস অন্তর এই সময়সীমা বর্ধিত করা হচ্ছিলো।

জরুরি অবস্থা থাকার কারণে কাউকে গ্রেপ্তার করার জন্য কোন সমনের (ওয়ারেন্ট) প্রয়োজন ছিলোনা, সন্দেহভাজনদের দ্রুত বিচার করা যেত এবং বিশেষ আদালত প্রতিষ্ঠার অনুমতি ছিল। জরুরি অবস্থার অধীনে মিশরে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের শক্ত হাতে দমন করা হয়েছে যার ফলে উদারপন্থী আর ইসলামপন্থী সমালোচকরা খড় কুটার মত ভেসে গেছে।  

জরুরী অবস্থা বর্ধিত না করার ফলে গত রোববার থেকেই এই জরুরী অবস্থা কার্য্যতঃ আর থাকলোনা।

তথ্যসূত্রঃ রয়টার্স
SHARE THIS ARTICLE