পুলিৎজার পুরষ্কার প্রাপ্ত সাংবাদিক দানিশ সিদ্দিকী তালিবানদের গুলিতে নিহত

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ আফগান সিকিউরিটি ফোর্স এবং তালিবানদের মধ্যে গত ১৫ জুলাই ২০২১ তারিখে বন্দুকযুদ্ধ চলাকালীন সময়ে নিহত হয়েছেন রয়টার্সের পুলিৎজার পুরস্কার প্রাপ্ত সাংবাদিক দানিশ সিদ্দিকী এই সংঘাতটি হচ্ছিল পাকিস্তানের সাথে আফগানিস্তানের দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত এলাকা কান্দাহারের স্পিন বলদাখ এলাকায়। সিকিউরিটি ফোর্সের একজন অফিসারও এ সময় নিহত হন। একজন কমান্ডার জানান দানিশ নিহত হয়েছেন তালিবানদের গুলিতে।

এই খবরে রয়টার্স এর প্রেসিডেন্ট এবং প্রধান সম্পাদক দুখঃ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এই ব্যাপারে আরো খবর জানার জন্য প্রচেষ্ঠা চালাচ্ছেন এবং সকলের মতোই দানিশের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি দানিশ সিদ্দিকীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একটি টুইট বার্তায় তিনি বলেন : 

” দানিশ ছিলেন একজন সাধারন সংবাদকর্মী,  একজন নিবেদিতপ্রাণ স্বামী এবং পিতা,  এবং একজন স্নেহময় সহকর্মী।  এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। “

তিনি আরও বলেন ,” এই আকষ্মিক মৃত্যুর খবরটি আমাকে গভীরভাবে শোকাহত করেছে। ”

কিছুদিন আগেই দানিশ সিদ্দিকী রয়টার্সকে জানিয়েছিলেন যে শুক্রবারে তালিবানদের সাথে সিকিউরিটি ফোর্সের একটি সংঘাতের সময় তার হাতে বোমার শার্পনেল গেঁথে গিয়েছিল। তিনি এর চিকিৎসা করান এবং সেদিন তালিবানরা সুবিধা করতে না পেরে পশ্চাদপসারণ করেছিল।

একজন আফগান কমান্ডার জানান, ঘটনার দিন তালিবানরা পশ্চাদপসারণ করে । পরিস্থিতি শান্ত হলে দানিশ স্থানীয় দোকানিদের সাথে কথা বলছিলেন তখনই তালিবানরা আবার ফিরে আসে।

চলতি সপ্তাহে শুরু থেকেই আফগান স্পেশাল ফোর্স এর সাথে আফগানিস্তানের দক্ষিণ অঞ্চল এবং কান্দাহার এলাকার খবর সংগ্রহ করার জন্য নিযুক্ত হয়েছিলেন দানিশ । তিনি আফগান কমান্ডো এবং তালিবানদের মধ্যে সংঘর্ষের খবরগুলি জানাচ্ছিলেন রয়টার্সকে।

এদিকে তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন যে তালিবানরা জানতোই না এখানে একজন সাংবাদিক তার পেশাগত কাজে নিযুক্ত আছেন, এবং  দানিশ সিদ্দিকী যাকে একটি ভয়াবহ লড়াই বলছেন এই ব্যাপারে তারাও কিছু জানেন না, তাদের কাছে পরিষ্কার নয় আসলে দানিশ কিভাবে মারা গেছেন।

যেভাবে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ

২০১৬ তে রয়টার্সের ফটোগ্রাফি টিমের সদস্য হিসাবে দানিশ পুলিৎজার পুরস্কার পান,  তার ছবিগুলো ছিল মায়ানমারের রোহিঙ্গাদের উপর চালিত গনহত্যার  দলিল  যেখানে মায়ানমারের জান্তা সরকার এর ভয়াবহ নির্যাতনের চিত্র ফুটে উঠেছিল।
২০১০ সাল থেকে দানিশ রয়টার্সের ফটোগ্রাফার ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। তাঁর অসাধারণ ফটোগ্রাফি গুলিতে উঠে এসেছে ইরাক, আফগানিস্তান এসব অঞ্চলের চিত্র,  তিনি তার ক্যামেরায় ধরেছিলেন নেপালের ভূমিকম্পের চিত্র, রোহিঙ্গাদের উপর নির্যাতন, হংকংয়ের গণআন্দোলনের ছবি এবং সাম্প্রতিক সময়ে ভারতে অতিমারীকালীন সময়ের  ভয়াবহতা। এই ছবিগুলি তার মাধ্যমেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

২০ বছরের সংঘাতের পর যখন মার্কিন সৈন্য আফগানিস্তান ত্যাগ করে তখনই তালিবানরা আফগানিস্তানের বিভিন্ন এলাকা এলাকা খুব দ্রুত দখল করে নেয়ার অংশ হিসেবে গত বুধবারে পাকিস্তানের সাথে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম সীমান্ত এলাকার দখল নেয়।

আমেরিকান সংবাদ সংস্থা গুলির হিসাব মতে ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত আফগানিস্তানে নিহত হয়েছেন মোট ৩০ জন সাংবাদিক।

এর আগেও হাজার ১৯ নভেম্বর ২০০১ সালে রয়টার্স এর অস্ট্রেলিয়ান সাংবাদিক হ্যারী বার্টন  এবং আফগানি সাংবাদিক আজিজুল্লাহ হায়দারিকে তালিবানরা পাকিস্থান থেকে কাবুল যাবার পথে তাদের কনভয় আটকে গুলি করে হত্যা করে। তালিবানদের শাসনের অবসান হবার ব্যাপারে তারা সংবাদ দিচ্ছিলেন ।

সূত্র : রয়টার্স

SHARE THIS ARTICLE