বিলিয়নেয়ার তালিকা থেকে শীর্ষস্থান হারালেন ইলোন মাস্ক

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে ফোর্বস সাময়িকীর বার্ষিক বিলিয়নেয়ার তালিকার শীর্ষ থেকে সরে গেলেন ইলোন মাস্ক। সেই স্থানে এলেন এলভিএমএইচের চেয়ারম্যান বেহনা আহনোঁ। টেসলা ও টুইটারের মালিক এখন দ্বিতীয় শীর্ষ ধনী, যার সম্পদের মূল্য আনুমানিক ১৮ হাজার কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩ হাজার ৯০০ কোটি ডলার কম। খবর সিএনএন।

মাস্কের হারিয়ে ফেলা স্থানটি এখন ফরাসি বিলাসী পণ্য জায়ান্ট এলভিএমএইচের চেয়ারম্যান বেহনা আহনোঁর। তার মোট সম্পদ গত বছরে ৫ হাজার কোটি ডলার বেড়ে ২১ হাজার ১০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

অবশ্য মাস্কের অবস্থান হারানো অবাক হওয়ার মতো নয়। কয়েক মাস ধরে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’ তালিকায় প্রায়ই আহনোঁর কাছে তাকে হারতে হয়েছে।

৪ এপ্রিল বার্ষিক এ তালিকা প্রকাশ করে ফোর্বস। ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার ক্রয়, টেসলার শেয়ার থেকে অর্থায়ন, বিনিয়োগকারীদের অনাস্থা মিলিয়ে মাস্কের সম্পদ কমেছে বলে সাময়িকীটি জানায়। টেসলা ওই বছর লোকসান অনেকটা কাটিয়ে উঠলেও টুইটার কেনার আগের অবস্থান থেকে তা উল্লেখযোগ্যভাবে কম।

মহাকাশ কোম্পানি স্পেসএক্স এই ধনকুবেরের জন্য আশীর্বাদ হয়েই ছিল। গত বছরে ১ হাজার ৩০০ কোটি ডলার বেড়ে তার বাজারমূল্য ১৪ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।

অবশ্য অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তালিকার যেকোনো বিলিয়নেয়ারের মধ্যে সবচেয়ে বেশি অর্থ হারিয়েছেন, ৫ হাজার ৭০০ কোটি ডলার। তিনি আছেন তৃতীয় অবস্থানে। অ্যামাজনের শেয়ারে গত বছর ৪০ শতাংশ পতন হয়েছিল।

বেহনা আহনোঁ সম্পর্কে ফোর্বস বলছে, তার বিলাসী পণ্যগুলো রেকর্ড মুনাফা করেছে। এর মধ্যে আছে লুই ভিতোঁ, ক্রিশ্চিয়ান ডিওর ও টিফানি অ্যান্ড কোং। এলভিএমএইচের শেয়ার গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে।

ফোর্বসের এবারের তালিকায় মোট বিলিয়নেয়ারের সংখ্যা ২ হাজার ৬৪০, যা আগের বছর ছিল ২ হাজার ৬৬৮। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিলিয়নেয়ার সংখ্যায় পতন ঘটল।

ফোর্বসের সম্পদবিষয়ক জ্যেষ্ঠ সম্পাদক চেজ পিটারসন-উথর্ন বিবৃতিতে বলেন, ‘‌১২ মাসে তালিকার অর্ধেক বিলিয়নেয়ারের সম্পদ কমেছে। আবার অল্প কয়েক ভাগ্যবানের বেড়েছে অনেক।’

গত বছরের তালিকায় থাকা ২৫০ জনেরও বেশি ধনকুবের এবার নেই। এর মধ্যে রয়েছেন গায়ক কেনি ওয়েস্ট, যিনি গত বছর অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হারিয়েছেন। নেই এফটিএক্স প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইডও, যিনি একদিনে ৯৪ শতাংশ সম্পদ হারিয়েছেন।

SHARE THIS ARTICLE