সুরের মূর্ছনা

সুরের মূর্ছনা

শেখ কাকলি

মন পবনের নৌকা বেয়ে
চলছি যখন অচীনপুর
কিসের মোহে পেছন ফিরি-
পাগল করলো গানের সুর।
সেই সুরেরই মূর্ছনাতে
আকাশ যখন রং ছড়ায়,
একটি মন একলা ভীষণ
ভালোবাসার হাত বাড়ায়।
পরিচয়ের প্রথম প্রহর
এমনি করে হলো শেষ,
রাত ফুরোলো তবু যেনো
রয়ে গেলো গানের রেশ।
এমনি করেই হয়তো আবার
আসবে কোনো নতুন ভোর,
যে ভোরের ভালোবাসায়
আমি হবো শুধুই তোর

SHARE THIS ARTICLE