আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দেশের খ্যাতিমান কলাম লেখক, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ (৭৪) মারা গেছেন।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। হঠাৎ বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিতসক।
স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন আবুল মকসুদ।
সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মাকসুদ সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিকালে বাবা হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করেন। তিনি বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমরা দ্রুতই তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। কিন্তু চিকিৎসকেরা জানান, তিনি আগেই মারা গেছেন।”
সৈয়দ আবুল মকসুদ ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধও লিখেছেন তিনি। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা চল্লিশের অধিক। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
১৯৬৪ সালে এম আনিসুজ্জামান সম্পাদিত সাপ্তাহিক নবযুগ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৭১ সালে বাংলাদেশ বার্তা সংস্থায় যোগ দেন তিনি। ২০০৮ সালের ২ মার্চ বার্তা সংস্থার সম্পাদকীয় বিভাগের চাকরি ছেড়ে দৈনিক প্রথম আলোয় নিয়মিত কলাম লিখতেন।