আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যেও দূতাবাস সেবার মান ধরে রাখতে চলতি মাসের ২১ ও ২২ তারিখ বার্সেলোনায় সেবা দেবে বাংলাদেশ দূতাবাস।মাদ্রিদ থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত বার্সোলোনা শহরে এই সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেনের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
এতে বার্সেলোনা ও এর সংলগ্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জানানো হয়েছে যে, আগামী ২১ নভেম্বর শনিবার ও ২২ নভেম্বর রবিবার বার্সেলোনায় কনসুলার সার্ভিস প্রদান করা হবে। শুধু অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে এই সেবা দেওয়া হবে।
৬০২৫৬২৫২০ নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে (ফোন করে নয়) এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। এই বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে আগামী ১৯ নভেম্বর বিকাল ৫.টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের জন্য মেসেজ দেওয়া যাবে। ৬-১২ ঘণ্টার মধ্যে ফিরতি মেসেজে অ্যাপয়েন্টমেন্টের সময় জানিয়ে দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজে নাম, কাজের বিবরণ, যেমন পাসপোর্ট ডেলিভারি ইত্যাদি উল্লেখ করতে হবে। পাসপোর্ট ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে ইএসপি নম্বরটি মেসেজে উল্লেখ করতে হবে। পাসপোর্ট ডেলিভারি গ্রহণ, রিইস্যু, কাগজপত্র সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়নসহ যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট (ছিতা) গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। একজন একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একাধিক কাজ করতে পারবেন। পরিবারের একাধিক সদস্যের ক্ষেত্রে প্রত্যেকের আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে শিশুদের ক্ষেত্রে বাবা/মা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। শুধু তথ্য সংগ্রহের জন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট/ছিতা দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ পাঠাবেন, তাদের সকলকেই সেবা দেওয়া হবে।
এ ছাড়া পাসপোর্ট ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পুরনো পাসপোর্ট সঙ্গে আনতে হবে এবং স্ত্রী/সন্তান ব্যতীত একজনের পাসপোর্ট অন্যজনকে দেওয়া হবে না। পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের ক্ষেত্রে প্রত্যেককে পূরণকৃত আবেদনপত্র তিনটি, পাসপোর্টের (প্রথম চার পেজ) ফটোকপি তিন কপি এবং ছয় কপি ছবি আনতে হবে।
সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের সময়ের ১০ মিনিট আগেই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। উপস্থিত হয়ে অ্যাপয়েন্টমেন্টের সিরিয়াল নম্বর বলতে হবে। দূতাবাস থেকে প্রদানকৃত অ্যাপয়েন্টমেন্টের সময় পরিবর্তন করা যাবে না এবং নির্ধারিত সময়ে কেউ না এলে অ্যাপয়েন্টমেন্ট বাতিল মর্মে গণ্য হবে।
এ ছাড়া বিদ্যমান করোনাভাইরাস প্রতিরোধে সেবা গ্রহণকারীদের যথাযথা মাস্ক পরিধান করে, ভিড় পরিহার করে, যথাযথ নিরাপত্তা ও শৃঙ্খলা অনুসরণ করে, সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।