১২ হাজার অভিবাসনপ্রত্যাশীর সাক্ষাৎকার নেবে না যুক্তরাজ্য

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আশ্রয় আবেদনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে ১২ হাজার আশ্রয়প্রার্থীর সাক্ষাৎকার নেবে না যুক্তরাজ্য সরকার৷ এর পরিবর্তে তথ্য চেয়ে একটি প্রশ্নপত্র প্রদান করা হবে। ওই প্রশ্নপত্রে নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে আশ্রয়প্রার্থী। সেই তথ্যের উপর ভিত্তি করে আশ্রয়ের আবেদনের পরবর্তী ধাপ সম্পন্ন করা হবে৷

কেবলমাত্র সিরিয়া, ইরিত্রিয়া, ইয়েমেন, লিবিয়া এবং আফগানিস্তান থেকে আসা আশ্রয়প্রার্থীদের বেলায় নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রনালয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

হোম অফিসের বিবৃতিতে বলা হয়, আশ্রয়প্রার্থীদেরকে আর মৌখিক সাক্ষাতকার নেয়া হবে না। তবে অবশ্যই নিরাপত্তার বিষয়ে যাচাই-বাছাই করা হবে৷ আর যে সকল আশ্রয়প্রার্থী প্রশ্নপত্রের উত্তর প্রদান করতে পারবে না তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে৷

Home Office - Wikipedia

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘‘আমরা আবেদন প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাই যেন আবেদনকারীদেরকে মাসের পর মাস অপেক্ষা করতে না হয়। সেই সাথে ব্রিটেনের জনগণের ট্যাক্সের টাকা খরচ না হয়৷ তাছাড়া এর লক্ষ্য হলো, যাদের এ দেশে থাকার আইনি যৌক্তিকতা নেই, তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো৷’’

ব্রিটেন সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষ পর্যন্ত আশ্রয়ের জন্য মোট এক লাখ ৬০ হাজার ৯১৯ জন অভিবাসনপ্রত্যাশী আবেদন করেছেন৷ এই আবেদনের সংখ্যা আগের তুলনায় বেড়ে তিনগুণ হয়েছে।

এমন পরিস্থিতিতে আবেদনপ্রত্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে সাক্ষাৎকার না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঋষি সুনাক সরকার।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশালসংখ্যক আবেদেনের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া হয়েছে৷ সাক্ষাৎকারে পরিবর্তে প্রশ্নপত্রে তথ্য দিতে হবে আশ্রয় প্রার্থীদের। এই প্রশ্নপত্রে মোট ৫০টি প্রশ্ন থাকবে এবং আশ্রয়প্রার্থীকে ২০ কর্মদিবসের মধ্যে এর উত্তর জমা দিতে হবে৷ প্রশ্নপত্রের ভাষা হবে ইংরেজি৷

SHARE THIS ARTICLE