৩৬ দেশের উড়োজাহাজ চলাচলে রাশিয়ার নিষেধাজ্ঞা

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ যুক্তরাজ্য, জার্মানি, কানাডাসহ ৩৬টি দেশের উড়োজাহাজের জন্য তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জন্য আকাশ ছোট করে আনার পাল্টায় একই পদক্ষেপ নিয়েছে মস্কো।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ওইসব দেশকে রাশিয়ার আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।

গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেইনে সামরিক অভিযান শুরুর পর দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা দেশগুলো। এর অংশ হিসেবে ইউরোপের দেশগুলো তাদের আকাশে রাশিয়ার বাণিজ্যিক ফ্লাইট চলাচলও নিষিদ্ধ করেছে।

তবে পাল্টা পদক্ষেপ হিসেবে একই পথে হাঁটলো রাশিয়া। এমন দিনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন রাশিয়ার ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসেন। বেলারুশের গোমেল অঞ্চলে এই বৈঠক হয়। তবে কোনো সমাধান না আসায় দ্বিতীয় দফা বৈঠকে সম্মত হয়েছে দুই দেশ।

Estonia, Romania Banned Russia From Airspace: Officials

এর আগে যুক্তরাজ্যও রাশিয়ার বিমান সংস্থা অ্যারোফ্লটের ফ্লাইট নিষিদ্ধ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া ব্রিটিশ এয়ারলাইনসের ফ্লাইটও নিষিদ্ধ করে।

এদিকে নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়ার একটি বাণিজ্যিক উড়োজাহাজ কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার কানাডার পরিবহন মন্ত্রণালয় জানায়, রাশিয়ার অ্যারোফ্লট ফ্লাইট ১১১-এর আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

তবে রুশ বিমানের ওপর ইইউর নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবেই ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশ পথ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। যুক্তরাজ্য, জার্মানি ছাড়াও এই দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, হাঙ্গেরি, স্পেন, ইতালি, কানাডা, নেদারল্যান্ডস, লিথুনিয়া, পোল্যান্ড, নরওয়ে, রোমানিয়া, পর্তুগাল, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, চেক, সুইডেন, এস্তোনিয়া, ডেনমার্কসহ আরও কিছু দেশ।

SHARE THIS ARTICLE