মালয়েশিয়ায় ৯২০০ অভিবাসী গ্রেপ্তার, দেশে ফেরত ১৩ হাজারের বেশি

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ মালয়েশিয়ায় চলমান কঠোর লকডাউনের মধ্যেও চলছে ধরপাকড় অভিযান। দেশটিতে চলমান লকডাউনের এই সময়ে ভাইরাস নিয়ন্ত্রণের নামে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে প্রবাসী কর্মীদের।

বৈধ ভ্রমণের ডকুমেন্ট না থাকা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহারসহ নানা অভিযোগে প্রতিনিয়ত এই গ্রেপ্তার অভিযান চলছে। মালয়েশিয়ার ১৩টি আইন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স অভিযান চালাচ্ছে।

এরই অংশ হিসেবে আজ সোমবার সকালে পেরাক সুনগাই পেটানির ইয়ারা পার্কে একটি নির্মাণ প্রকল্পে অভিযান চালিয়ে আরও ৬৩ জন অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে মায়ানমার, ইন্দোনেশিয়া ও বাংলাদেশি রয়েছেন।

মালয়েশিয়ায় ৬ মাসে বাংলাদেশীসহ ৯২০০ অভিবাসী গ্রেফতার

অভিযানে আটকরা সবাই অভিবাসন আইন ১৯৫৯/ ৬৩৩ এর ধারা (১) এবং একই আইনের ধারা ১৫ (১) এর অধীনে অপরাধ করেছে বলে প্রমাণিত হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের চলমান এ অভিযানে গত ছয় মাসে ৯ হাজার ২০০ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। চলতি বছরের প্রথম দিক থেকে ৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী ১৩ হাজার ১২৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১২ জুলাই) এক বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, এই সময়ে ২ হাজার ১১টি অভিযানে ৫৩ হাজার ১৯৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মোট ৯৯ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছিল। নির্বাসিতদের মধ্যে ১০ হাজার ৪১ জন পুরুষ, ২ হাজার ২৬৬ জন নারী, ২৮৯ জন ছেলে এবং ১৪৪ জন মেয়ে রয়েছেন।’

বিবৃতিতে তিনি আরও বলেছেন, ২০২০ সালের ২১ ডিসেম্বর থেকে ৮ জুলাই বাস্তবায়িত পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে ৮০ জনকে ৮৬৫ জনকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

SHARE THIS ARTICLE