পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্মরণীয় জয়

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ জিম্বাবুয়ের হারারেতে গতকাল নারী বিশ্বকাপ ২০২২-এর  বাছাই পর্বে প্রথম দিন পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটের স্নায়ুক্ষয়ী জয় তুলে নিল বাংলাদেশ। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তানের মেয়েরা। জবাব দিতে নেমে একটি পর্যায়ে হারের মুখে পড়া বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করিয়েছেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদ ও সালমা খাতুন। রুমানা ৪৪ বলে ৫০ ও সালমা ১৩ বলে  ১৮  রান  করে অপরাজিত থাকেন।

ওয়ানডেতে রান তাড়া করে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয় বাংলাদেশের। ২০১৯ সালে এ পাকিস্তানের বিপক্ষেই ২১০ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

হাতে ৬ উইকেট নিয়ে শেষ ১০ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৯ রান। রিতু মনি ও রুমানার ব্যাটে রান তাড়া করে ঠিকমতো এগোলেও মাঝে ১ রানের মধ্যে ৩ উইকেট পড়ে গেলে তাতে ছন্দপতন ঘটে। তখন দলের বিপদে দুর্দান্ত লড়াই করলেন রুমানা ও সালমা। ২৪ বলে ৪১ রান করে দলকে জেতালেন ২ বল হাতে রেখেই। এ পথে শেষ তিন ওভারে দলের প্রয়োজন ছিল ৩৫ রান। যদিও অদম্য সালমা ও রুমানার সামনে পাকিস্তানি বোলাররা বাধা হতে পারেননি।  

এর আগে টস জিতে ফিল্ডিং নেয়া বাংলাদেশ ৪৯ রানের মধ্যে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সফলতা দেখায়। যদিও এরপর নিদা দার ও আলিয়া রিয়াজের অনবদ্য ব্যাটিং প্রদর্শনী বাংলাদেশকে হতাশ করে। এ দুজন ১৩৭ রানের পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে সম্মানজনক সংগ্রহ এনে দেয়ার পাশাপাশি চ্যালেঞ্জের মুখে ফেলেন বাংলাদেশকে। নিদা দার ১১১ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৮৭ এবং আলিয়া রিয়াজ ৮২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ২৫ রানে ও রিতু মনি ৩৬ রানে দুটি করে উইকেট নেন। এছাড়া সালমা খাতুন ৩২ রানে ও রুমানা আহমেদ ৪০ রানে একটি উইকেট নেন। বোলারদের চেষ্টাকে বিফল হতে দেননি ব্যাটার রুমানা ও সালমা। এ দুজনের আগে ফারজানা হক ৪৫, রিতু মনি ৩৩ ও শারমিন আক্তার ৩১ রান করে বাংলাদেশকে ভিত গড়ে দেন।

৪৪ বলে ৬ বাউন্ডারিতে ৫০ রান করার পাশাপাশি বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড়ের  পুরস্কার জিতেছেন ওয়ানডে দলের সাবেক অধিনায়ক রুমানা।

গতকাল বাছাই পর্বের আরেক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ রানে হারিয়েছে থাইল্যান্ড। আগে ব্যাটিং করে থাই নারীরা ৬ উইকেটে ২৪৭ রান তোলে। জবাবে জিম্বাবুয়ে ৫ উইকেটে ২৩৯ রান তুলতে সমর্থ হয়।

আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, ওইদিন পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। 

বাছাই পর্বে অংশ নিচ্ছে নয়টি দেশ। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। দুই গ্রুপ থেকে শীর্ষ ছয়টি দল খেলবে সুপার সিক্স পর্বে। সেখানে লড়াই শেষে শীর্ষ তিনটি দল আগামী বছর মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পাবে। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার।

SHARE THIS ARTICLE