আয়ারল্যান্ডে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এ,কে,আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।


গত মঙ্গলবার আয়ারল্যান্ডস্থ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।


বাংলাদেশ কমিউনিটি ডাবলিন (বিসিডি) দুপুর ১২টায় পার্নেল স্কয়ার থেকে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক র‍্যালীর আয়োজন করে। পরে ওকনাল স্ট্রেটে জিপিও র সামনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।

May be an image of 15 people, people standing and outdoors

সেখানে ডাবলিন কমিউনিটির ব্যাক্তি বর্গ বক্তব্য পেশ করেন। এবং সন্ধে ৬টায় সোর্ডস মসজিদে দোয়ার মাহফিলের আয়োজন করেন।

No description available.


গলওয়ে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে দ্যা ভিউ, আরাস না ম্যাকলিন, ইউনেভার সিটি অফ গলওয়েতে সকাল সাড়ে ১০ টা থেকে ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

No description available.


এদিকে আয়ারল্যান্ডে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) কাউন্টি লিমিরিকে ভাষা শহিদদের স্মরনে বিকেল ৫ টায় এক শোভা যাত্রার আয়োজন করেছে। শোভা যাত্রাটি পিপলস পার্ক থেকে শুরু হয়ে লিমেরিক সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে Arthur’s Quay তে শেষ হয়।

No description available.

আয়ারল্যান্ডের বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিল শোভা যাত্রাটিতে। বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন ও উক্ত শোভা যাত্রায় অংশ গ্রন করেন।

No description available.


রাত ৮ টায় লিমেরিকের গ্রীনহিল হোটেলে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) এর উদ্যেগে পবিত্র কোরান তিলোয়াত ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সাধারন সম্পাদক জনাব আনোয়ারুক হক আনোয়ারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার।

প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কাউন্টি লিমেরিকের মেয়র মিঃ ফ্রান্সেস ফুলে। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জনাব আজাদ তালুকদার।

May be an image of 5 people, people standing, tree and outdoors


উক্ত অনুষঠানে লিমরিক বাংলাদেশি কমিউনিটির সৌজন্যে প্রবাসী বাংলাদেশী শিশুদের মাঝে বর্ণমালা বই বিতরণ করা হয়।পাবলিক লাইব্রেরির জন্য লিমরিক সিটি ও কাউন্টি কাউন্সিলের মেয়র জনাব ফ্রান্সিস ফলে কে বাংলা বর্ণমালা বই উপহার দেন লিমরিক বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে কাউন্সিলর জনাব আজাদ তালুকদার। বাংলা ভাষাকে আইরিশ শিক্ষা ব্যবস্তায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাবার চেষ্টা অব্যাহত রাখার রাখার কথা ব্যাক্ত করেন।


পিচ মিশন আয়ারল্যান্ড ( পি এম আই) এর উদ্যোগে ডাবলিনের ক্লোনডাল্কিন মসজিদে রাত ৮ টায় , অমর একুশে শহীদদের স্মরণে, দোয়া ও আলোচনার আয়োজন করা হয়েছে।

May be an image of 10 people, people sitting, people standing, headscarf and indoor


এদিকে বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন ডাবলিনের তালায় আগামী ২৬ ফেব্রুয়ারী বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে একটি বইমেলা, পিঠা প্রদর্শনী ও দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ।

May be an image of food and text that says "অমর একুশে স্মরণে মেলা সাথে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পিঠ: এ্দর্শনী তারিখ: ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ইং, রবিবার সময়: বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত স্থানঃ Kilnamanagh Family Recreation Centre Treepark Road, Tallaght, Dublin 24 আপনারা সকলে আমন্ত্রিত Duantn BDAD Tak স্টল বুকিং এর জন্য যোগাযোগ করুন: 086-8906953, 0833258081, 086-3986238, 0894736806 S আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন, আয়ারল্যান্ড Design: A.K.Azad"
SHARE THIS ARTICLE