শীতপ্রধান কানাডায় গরমের কারণে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ শীতপ্রধান দেশ হিসেবে পরিচিত কানাডার সর্ব পশ্চিমের প্রদেশ বৃটিশ কলম্বিয়াতে বিগত ৫ দিনে মারা গেছে অন্তত ৫০০ জন। সাধারণ সময়ে যেখানে ৫ দিনে গড় মৃত্যু হয় ১৬৫ জনের। তীব্র দাবদাহে দেশটিতে মৃত্যুহার বেড়েছে ১৯৫ শতাংশ।

বুধবার (৩০ জুন) প্রদেশের এক শীর্ষ কর্মকর্তা জানান, শুক্রবার থেকে বুধবার পর্যন্ত এক প্রদেশেই মারা গেছেন ৪৮৬ জন। এদের মাঝে কতজন গরমে মারা গেছে তা নিশ্চিত করা যায়নি।

বৃটিশ কলম্বিয়ার কর্তৃপক্ষের আল জাজিরার এক খবরে বলা হয়, গত ৫ দিনে অস্বাভাবিকভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেশটির অন্যান্য প্রদেশগুলোতেও চলেছে এই দাবদাহ। পাশপাশি যুক্তরাষ্ট্রের অল্প কিছু স্থানেও এই রকম তাপদাহ অনুভুত হচ্ছে।

গত মঙ্গলবার কানাডার লিটনে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। রেকর্ডকৃত তাপমাত্রা ছিল ৪৯.৬ ডিগ্রি। এছাড়া দেশটির পশ্চিমাঞ্চলগুলোতে তাপমাত্রা স্থায়ী আছে ৫০ ডিগ্রির কাছাকাছি। এর আগে কখনও ৪৫ ডিগ্রির বেশি হয়নি তাপমাত্রা। চলমান পরিস্থিতি এড়াতে কানাডার বৃটিশ কলম্বিয়া, আলবার্টা ও সাস্কাচুয়ান প্রদেশে সতর্কতা জারি হয়েছে।

গবেষকরা জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এ ধরণের অস্বাভাবিক গরম দেখা যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ না করা গেলে এই অবস্থা কবে নাগাদ ঠিক হয় তা বলা যাচ্ছে না।

SHARE THIS ARTICLE