আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মানবপাচারের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিকে মুক্তির আদেশ দিয়েছে গ্রিসের একটি আদালত৷ অনিয়মিত অভিবাসন বন্ধে সাম্প্রতিক বছরগুলোতে গ্রিসের নেয়া কঠোর আইনের অধীনে তাকে সাজা দেয়া হয়েছিল৷ সাজাপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ হানাদ আব্দি সোমালিয়ার নাগরিক। ২০২১ সালে ১৪২ বছরের কারাদণ্ড দিয়েছিল গ্রিসের একটি আদালত৷
এর মাত্র এক বছর আগেই তুরস্ক থেকে একটি ডিঙ্গিতে করে তিনি গ্রিসের লেসবোস দ্বীপে পৌঁছান৷
সোমবার (৯ জানুয়ারি) আপিলের শুনানি শেষে তার সাজা কমিয়ে আট বছর করা হয়৷ তবে এরইমধ্যে জেলে কাটানো সময় এবং সেই সঙ্গে তার ভালো আচরণকে বিবেচনায় নিয়ে ওই সাজাও মওকুফ করে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে আপিল আদালত৷
ইউরোপীয় পার্লামেন্টের বেশ কয়েক সদস্যের উপস্থিতিতে এই বিচার চলে৷ ২৯ বছর বয়সি আব্দিকে ভুলবশত দোষী সাব্যস্ত করা হয়েছে- এমন দাবি উঠেছিল। তার মুক্তির দাবিতে প্রচারে নেতৃত্ব দেয়া ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতাদের একজন স্টেলিওস কৌলোগলৌ বলেন, ‘‘এই স্বস্তিতে আমাদের সবার চোখে জল চলে এসেছে৷ এটা কঠিন এক দিন ছিল৷ রাষ্ট্রের পক্ষের প্রসিকিউটর কঠোর অবস্থান নিয়ে সাজা বহাল রাখতে চেয়েছিলেন৷’’
তিনি বলেন, ‘‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রায়, কেননা, অনেক সাধারণ অভিবাসীকেও মানবপাচারকারী সাব্যস্ত করা হয়৷ কিছুদিনের মধ্যেই মোহাম্মদকে মুক্তি দেয়া হবে৷ এর মধ্যে তার সমস্ত কাগজ প্রক্রিয়া করা হবে৷ এরপর এই আইন পরিবর্তনের জন্য আমরা প্রচার চালাবো৷’
বিগত ২০২০ সালের ডিসেম্বরে চার সন্তানের জনক আব্দি ৩৪ জনের সঙ্গে একটি নৌকায় তুরস্ক থেকে লেসবোসে আসেন৷ আদালতকে তিনি জানান একজন তুর্কি পাচারকারী নৌকাটি ছেড়ে যাওয়ার পর তিনি সেটি চালান৷
পরে দুর্ঘনায় নৌকার দুই যাত্রী ডুবে যান৷ ৩৩ জনকে উদ্ধার করা হয়৷ আব্দির আইনজীবীরা জানিয়েছেন বেঁচে যাওয়াদের অনেকে আব্দির পক্ষে সাক্ষ্য দিয়েছেন৷