শিপন দেওয়ান আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গত ফেব্রুয়ারিতে মাসে আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই নির্বাচনে কোন দলই একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট সরকার গঠন করা অথবা নতুন নির্বাচন ছাড়া আর অন্য কোন পথ খোলা ছিল না। রাজনৈতিক দল গুলোর মধ্যে জোট সরকার গঠনের আলোচনা শুরু হয়ে ও সেই আলোচনা খুব বেশি দূর এগিয়ে নিতে পারেনি।
কারন কোরোনাভাইরাসের জন্য সব আলোচনাই বন্ধ হয়ে যায়। আয়ারল্যান্ডের কোরোনা পরিস্থিতি যখনই উন্নতির দিকেই যাচ্ছে এবং লকডাউন শিথিল করা হয়েছে। তখনই দলগুলোর মধ্যে আলোচনা আবার শুরু হয় এবং অবশেষে গত কাল ১৫ই জুন ২০২০ ফিনাফল, ফিনাগ্যাল এবং গ্রিন পার্টির মধ্যে সরকার গঠনে একমত হয়েছেন। বড় দুই দলের মধ্যে প্রধানমন্ত্রীত্ব ভাগাভাগি করার সিদ্ধান্তে পৌঁছায়। প্রথম পর্বে ফিনাফলের মিহল মার্টিন ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আইরিশ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। তারপর দ্বিতীয় পর্বে ফিনাগ্যালের লিও ভারাদকার আইরিশ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন।