আগামী রবিবার আয়ারল্যান্ডের লেটারকিনি কমিউনিটি সেন্টার মাঠে বর্ণবাদ বিরোধী সমাবেশ।

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বিজ্ঞপ্তি:-হেলথ সার্ভিস এক্সেকিউটিভ (HSE)’র স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার লেটারকিনি কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে এক সমাবেশের ডাক দিয়েছে ডুনেগাল ইন্টারকালচারাল প্লাটফর্ম ও ডুনেগাল ট্রাভেলার প্রজেক্ট।যুক্তরাষ্ট্রে বর্ণবাদের শিকারে জর্জ ফ্লইডের মৃত্যুর পর বিশ্বের শান্তিকামী মানুষ প্রতিবাদে ফেটে,বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে পরে, তারই ধারাবাহিকতায় আগামী রবিবার “Black lives matter” Roma lives matter” Traveller lives matter” এই তিনটি স্লোগানকে সামনে রেখে দুপুর ২.৩০ মি. থেকে ৩.৩০মি. পর্যন্ত মুখে মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে
অংশগ্রহণকারী ইচ্ছুক বাংলাদেশী কমিউনিটির সকল সদস্যকে অগ্রীম নিবন্ধনের অনুরোধ জানানো যাচ্ছে। নিবন্ধনের জন্য ক্লিক করুণ
https://www.eventbrite.ie/e/black-traveller-roma-lives-matter-tickets-112989526716
আসুন বহুজাতিক সংস্কৃতির আয়ারল্যন্ড বিনির্মাণে আমাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেই।

বিনীত
ওবায়দুর রহমান রুহেল
Steering group member
Donegal intercultural platform &
Member, board of director
Donegal traveller project.

SHARE THIS ARTICLE