আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্পেন বি এন পি’র আলোচনা সভা

সিদ্দিকুর রাহমান ,স্পেন: আন্তর্জাতক মাতৃভাষা দিবস উপলক্ষে স্পেন বিএনপি আলোচনা এবং দোয়া মাহফিল করেছে। মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারি) মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার দেশ রেস্টুরেন্টে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী এতে অংশ নেন।

No description available.

স্পেন বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম সচিব আবু জাফর রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু , যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম তাহের ,হেমায়েত খান ,সোহেল আহমেদ সামসু ,রমিজ উদ্দিন,সৈয়দ মাসুদুর রহমান নাসিম ,জাকিরুল ইসলাম জাকি ,আব্দুল আউয়াল খান,ছানুর মিয়া ছাদ ,কাজী জসিম ,শাওন আহমেদ ,সুমন হাওলাদার,মাইনুদ্দিন ,শায়েক আহমেদ ,আসাদ উদ্দিন প্রমুখ।

No description available.

আলোচনা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন জামাল উদ্দিন মনির। ঐদিন বিকেলে সেন্ট্রো দে সালুদের (হাসপাতালের) সামনে বাংলাদেশ এসোসিয়েশন স্পেন ও ভালিয়ান্তে বাংলার উদ্যেগে অস্থায়ী শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন স্পেন বি এন পির নেতা কর্মীরা।

SHARE THIS ARTICLE