
আমরা তাহা বুঝবো কখন?
হামিদুল নাসির
ভুল দেশের মোর জন্ম মাগো
ভুল দেশে মোর বাস।
খামচি মারার অপরাধে
হয় যে হাজতবাস।
কল্প কথার গল্প শুনি।
উন্নয়নের মহা বানী।
মাগো তোমার বদনখানি
মলিন এখন সবাই জানি।
মাথার উপর মহা রানী।
কোথায় তোমার ছায়া মাগো
কোথায় আমার হায়া?
কোথায় তোমার শুভা মাগো
কোথায় তোমার মায়া?
আমরা সবাই বোকা মাগো
চোরেরা সব খোকা।
লাঠি হাতে এখন সবাই
দিচ্ছে মোদের ধোকা।
চোখ থাকিয়ে অন্ধ মাগো
মুখ যে আমার বন্ধ,
সারাক্ষণ যে চোরেরা সব
খোজছে আমার গন্ধ।
ভোরের আলো উঠবে কখন?
মাগো! তুমি কি তা জান?
অস্ত্র হাতে বস্ত্র হরণ
চাপাতিতে রক্তক্ষরণ
উন্নয়নের সমীকরন
ভুল ভালাইয়ার জীবন ধারন
চেতনায় যে অবচেতন।
মলিন যে মা তোমার বদন।
আমরা তাহা বুঝবো কখন?