
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ হঠাৎ করে চিত্রনায়িকা বুবলীর ‘বেবি বাম্প’ ছবি প্রকাশের পরই হইচই পড়ে যায় বিনোদন পাড়ায়। এবার গণমাধ্যমে প্রকাশ পেয়েছে বুবলীর সন্তানের ছবি। সন্তানের নামও রেখেছেন তারা। বুবলী স্বীকার করেছেন শেহজাদ খান বীর বুবলী এবং শাকিবের সন্তান।
গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে ফেসবেকুর নিজের ফেরিফাইড প্রফাইলে তিনি এ তথ্য জানান তিনি নিজেই।
তার স্ট্যাটাস টা হুবুহু তলে ধরা হলো-
‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
