আয়ারল্যান্ডের ক্লোনমেলে টিপ্পেরেরী ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণের অনুমোদন পাশ

শিপন দেওয়ান – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আলহামদুলিল্লাহ এটা একটা স্বপ্নপূরণের মতো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে অবশেষে আমাদের একটি মসজিদ হল,, যেখানে আমরা নামাজ পড়তে পারব, জড়ো হতে পারব এবং আমাদের নিজস্ব বিষয়গুলো আলোচনা করতে পারব। আমাদের ইসলামিক সংস্কৃতি প্রজ্জলিত হবে সারা বিশ্বের আনাচে কানাচে। মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় স্থানীয় বাসিন্দাদের একটি বিশাল গোষ্ঠীর তীব্র বিরোধিতা সত্ত্বেও ক্লোনমেল, কাউন্টি টিপারারিতে বসবাসকারী মুসলমানদের জন্য ইসলামিক কালচারাল সেন্টারের পরিকল্পনার অনুমতি দেওয়া হয়েছে।
ক্লোনমেল, কাউন্টি টিপারারিতে ২০০৭ সাল থেকে একাউন্টেন্ট জবাব আব্দুল মুহিত সহ ৭ থেকে ৮ জন বাংলাদেশী মুসলিম কমিউনিটির লোকজন নিজেদের মধ্যে ঘরে নামাজ আদায় করতেন, বেশ কিছু দিন পর কিছু মুসলিম ডাক্তার ক্লোনমেল হসপিটালের যোগদান করেন, জনাব ডাক্তার মিল্লাত ও জনাব ডাক্তার নাঈম। জনাব আব্দুর ওয়াসিত সহ মুসলিম কমিউনিটির সংখ্যা বাড়তে থাকে, এরপর এক পর্যায়ে হাসপিটাল কতৃপক্ষ মুসলিম কমিউনিটির জন্য একটি রুমে ছেড়ে দেয় নামাজ আদায় করার জন্য ।
মুসলিম কমিউনিটির সংখ্যা বাড়তে থাকায় হাসপিটালে ছোট্ট রুমে নামাজ আদায় করতে অনেক অসুবিধা হতো বলে একটি ঘর ভাড়া করে মসজিদ হিসেবে ব্যবহার করে আসছে।
২০১২ সালে একাউন্টেন্ট জনাব আব্দুল মুহিত, ডা: মিল্লাত, ডা:নাঈম, জনাব আব্দুল ওয়াসিত, জনাব কামাল বিন সহ মুসলিম কমিউনিটির নেত্রীবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করে একটি কোম্পানী তৈরি করে, কিছু দিন পরে প্রায় ১ একর জমি ক্রয় করেন,
এর পর ২০১৭ সালের দিকে মসজিদ নির্মাণের জন্য অনুমতি চেয়ে দরখাস্ত করেন, এর পর দীর্ঘ সময় অপেক্ষা পর গত ১৬ ই জানুয়ারি ২০২০ মসজিদ নির্মাণের অনুমোদন আনন্দের বার্তা এসে পৌঁছয় মুসলিম কমিউনিটির মাঝে। এই সংবাদ টি আয়ারল্যান্ডে বসবাস করা মুসলিম কমিউনিটিকে করোনা মহামারির সময়ে মানসিক প্রশান্তি `দিতে সহায়ক করবে বলে মনে করেন বিজ্ঞজনেরা। সকলের সাহায্য সহযোগীতা মসজিদ নির্মাণের কাজকে বেগবান করবে।

SHARE THIS ARTICLE