আয়ারল্যান্ডে কর্মীরা ৫ই মে’র পর কাজে ফিরে যেতে পারবেন

ওবায়দুর রহমান রুহেল – ডোনেগালঃ আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাতকার বলেছেন, আয়ারল্যান্ডে বহিরঙ্গনের কর্মীরা ৫ই মে’র পর কাজে ফিরে যেতে পারবেন। আয়ারল্যান্ডে আগামী ৫ই মে চলমান নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হচ্ছে এবং নতুন করে নিষেধাজ্ঞা আরও ২ সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী লিও ভারাতকার।

তবে বহিরঙ্গনের কর্মীদের ক্ষেত্রে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হবে অর্থাৎ বহিরঙ্গনের কর্মীরা যেমন: নির্মাণ কাজে নিয়োজিতরা ৫ই মে’র পর কর্মস্থলে ফিরে যেতে পারবেন। আগামী শুক্রবারে মন্ত্রীপরিষদের বৈঠকে এসব নতুন সিদ্ধান্ত আসতে পারে। আগামীতে প্রতি সপ্তাহে ১ লক্ষ কভিড-১৯ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সরকার এর মধ্যমে লকডাউন খুলে দেওয়ার বিষয়ে সরকারের সীদ্ধান্ত গ্রহণের পথ অনেকটা সহজ হবে।


সংক্ষিপ্ত ও অনূদিত হয়েছে এক্সট্রা ডট আই থেকে

SHARE THIS ARTICLE