আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ স্বাস্থ্য সচেতনতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ। এব্যাপারে গবেষনালব্ধ সঠিক তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা জরুরী। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আয়ারল্যান্ডে কর্মরত কয়েকজন হেলথ কেয়ার প্রফেশনালের উদ্যোগে “হেলথ সাপোর্ট গ্রুপ বাংলাদেশ” নামে একটি ফেইসবুক গ্রুপের কার্য্যক্রম শুরু হতে যাচ্ছে। এই গ্রুপটি প্রাথমিক ভাবে শুধুমাত্র আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে কাজ করবে।এই গ্রুপের একটি প্রধান উদ্দেশ্য হবে গ্রুপের সদস্য এবং তাদের পরিবারের সদস্যগণের জন্যে আইরিশ স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক তথ্য, গবেষণা বিষয়ক গ্রহণযোগ্য তথ্যাবলী সবার মাঝে পৌছে দেয়া। আপনারা সবাই এই গ্রুপের সাথে সম্পৃক্ত থাকুন। সুস্বাস্থ্য অর্জনের লক্ষ্যে, আসুন আমরা সকলেই সঠিক তথ্যভিত্তিক স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলি। আপনাদের পরামর্শ ও মতামত সাদরে গৃহীত হবে। অনুরোধে গ্রুপ অ্যাডমিন এবং মডারেটরের পক্ষে, ডাঃ জিন্নুরাইন জায়গীরদার এবং সাইফুজ্জামান খান