ইউক্রেনে ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয় ইলেন মাস্ক

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনকে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিতে ‘আগ্রহী নয়’ বলে জানিয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে মত পরিবর্তন করেছেন তিনি। শনিবার ইলন মাস্ক বলেছেন, তার কোম্পানি স্টারলিংক ইউক্রেনে স্যাটেলাইটের মূল্য পরিশোধ করবে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার ইলন মাস্ক বলেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে আর ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয়। প্রতিষ্ঠানটি এ জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কাছে অনুদান দাবি করে।চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ সময় রুশ আক্রমণে ইউক্রেনের যোগাযোগব্যবস্থার অবকাঠামো ধ্বংসের দারপ্রান্তে চলে যায়।

এরপর এগিয়ে আসেন ইলন মাস্ক। তিনি ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনকে বিনা মূল্যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে কয়েক হাজার টার্মিনাল পাঠান। এ ইন্টারনেট সেবার পুরো খরচ ব্যয় করেছে স্পেসএক্স।

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে ‘গণভোট’ আয়োজনের প্রস্তাব দেন ইলন মাস্ক। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সূত্র: আলজাজিরা

SHARE THIS ARTICLE