
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আয়ারল্যান্ডে বিগত ২৪ ঘণ্টায় কোভিডের সংক্রমণ আরও বেড়ে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫,৪৮৩। সাম্প্রতিক সময়ে এই সংখ্যাই সর্বোচ্চ। মহামারির পুরোটা সময়ে শুধুমাত্র এবছরের জানুয়ারি মাসে সর্বাধিক এক দিনে হয়েছিলো ৮ হাজারের কিছুটা বেশী। জানুয়ারি মাসের পর এই সংখ্যাই সর্বোচ্চ। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৩,৬৮৭। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত ৫৪৯ জন হাসপাতালে ভর্তি আছেন আর আই সি ইউতে আছেন ৯৬ জন।চিফ মেডিকেল অফিসার ডাঃ টনি হলোহান বলেছেন, "এই সপ্তাহান্তে, রোগের প্রকোপ কমাতে এবং সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে। বাড়ি থেকে বের হওয়ার আগে একটু ভাবুন কতজন লোকের সাথে দেখা করতে যাচ্ছেন এবং এই কাজের সাথে সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে চিন্তা করুন।" ডাঃ হলোহান বলেন নিম্নলিখিত সহজ ব্যবস্থাগুলি ঝুঁকি হ্রাসে সাহায্য করবে: ১। আপনার মিলামিশা কম রাখুন এবং ভিড় এড়িয়ে চলুন। ২। সঠিকভাবে মাস্ক পরুন। ৩। সম্ভব হলে ঘরের বাইরে দেখা করুন। ৪। যেসব জায়গায় বাতাসের চলাচল কম সেই সব ইনডোর স্পেস এড়িয়ে চলুন। ৫। ভালো করে হাত ধোয়া এবং নিঃশ্বাসের স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা ইতিমধ্যে জানি যে, কোভিড-১৯ এর টিকা অত্যন্ত কার্য্যকর। যারা টিকা গ্রহণ করেছেন তাদের সংক্রমণের সম্ভাবনা কম তবে সংক্রমিত হবেন না সেটা হলপ করে বলা যায়না। যদি কেউ টিকা গ্রহণকারী কেউ সংক্রমিত হয়ে পড়েন তাহলে তার মৃদু উপসর্গ হওয়ার কথা। তবুও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে টিকা গ্রহণকারীরাও মারাত্নক অসুস্থ হয়েছেন, যদিও এই সংখ্যা অনেক কম। তাই যেহেতু আমরা সুনিশ্চিত নই তাই, টিকা নেবার পরও যতটুকু সম্ভব নিয়ন্ত্রিত জীবন যাপন করাই সংগত বল্যে আমরা মনে করি। বিশেষ করে যখন সংক্রমণের সংখ্যা বাড়ছে।
এদিকে অস্ট্রিয়ার কিছু অংশে আগামী সোমবার থেকে টিকা যারা গ্রহণ করেন নি তাদের জন্য "লক ডাউন" আরোপিত হতে যাচ্ছে। নেদারল্যান্ড আগামী তিন সপ্তাহের জন্য আংশিক লক ডাউন ঘোষণা করেছে। জার্মানী নূতন করে বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে পুরো ই ইউ/ইইএ অঞ্চলে কোভিড সংক্রমণ বেড়েছে ১৯%।
এদিকে নূতন মুখে খাবার ঔষধ মলনুপিরাভির যুক্তরাজ্যে অনুমোধন পেলেও ইউরোপিয়ান ইউনিয়ন এই ঔষধকে এখনো অনুমোদন দেয়নি, প্রক্রিয়াধীন আছে। অনেকেই মনে করছেন এই ঔষধ কোভিড চিকিৎসায় টিকার পর গুরুত্ত্বপূর্ন সংযোজন। যারা সংক্রমিত হচ্ছেন তাদেরকে প্রথম ৩দিনের মধ্যে এই ঔষধ শুরু করা গেলে রোগের প্রকোপ তাতপর্য্যপূর্নভাবে কমে আসবে। ইতিমধ্যে বাংলাদেশের দুটো কোম্পানি এস কে এন্ড এফ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এই ঔষধ বাজারজাত করে কোভিড চিকিৎসার ঔষধ জগতে অগ্রণী হয়ে আছে।
বাংলাদেশে বর্তমানে সংক্রমণ অনেকটাই কম, গত ২৪ ঘণ্টায় ২২১ জন নূতন করে সংক্রমিত হয়েছেন আর মৃত্যুবরণ করেছেন ৫জন। এনিয়ে বাংলাদেশে মোট সংক্রমিতের সংখ্যা ১৫ লক্ষ ৭২ হাজার ১২৭ আর সর্বমোট মৃত্যুর সংখ্যা ২৭, ৯১২। সকলে মাস্ক পরিধান করুন, দূরত্ব বজায় রাখুন, হাত ধুয়াধুয়ি করুন, টিকা গ্রহণ করুন। নিজে সুরক্ষিত থাকুন, অন্যকে সুরক্ষিত থাকতে সাহায্য করুন।।