এএসপির মৃত্যুঃ মাইন্ড এইড হাসপাতালে তালা, মালিক গ্রেফতার

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সময় সিনিয়র এএসপি আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতাল।

মঙ্গলবার বিকেলে ঢাকার সিভিল সার্জেন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. আহসানুল হক হাসপাতালটি পরিদর্শনের পর পুলিশ এতে তালা ঝুলিয়ে দেয়।

এদিকে এএসপি আনিসুলকে হত্যার ঘটনায় হাসপাতালের অন্যতম মালিক চিকিৎসক নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নিউরো সাইন্স হাসপাতাল এলাকা থেকে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হল।

পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

SHARE THIS ARTICLE