এবার কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত ভারতীয় সেনা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ চীনের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ওই জওয়ানের নাম দ্বীপক কারকি। সোমবার এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। জানা গেছে, কাশ্মিরের রাজৌরি সেক্টরের কাছে লাইন অব কন্ট্রোল ও আন্তর্জাতিক সীমান্তে (আইবি) পাকিস্তানি সেনাবাহিনী গুলি ছুড়লে ভারতীয় এক সেনা সদস্য নিহত হন।

এ ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, ‌’নওশেরায় পাকিস্তানের সেনাবাহিনীর গোলাবর্ষণ করলে ভারতীয় সেনা সদস্য হাবিলদার দ্বীপক কারকি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তিনি মারা যান।’

SHARE THIS ARTICLE