করোনায় মৃত্যু বরণ করলেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃকেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

শনিবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়েশা আকতার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দেশে করোনাভাইরাস সংক্রমণ দেখা দেওয়ার প্রথম দিকে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও মাস্ক কেনাকাটা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে গত ২৩ মে মো. শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনাসদর দপ্তরে ফিরিয়ে নেওয়া হয়।

SHARE THIS ARTICLE