করোনায় মৃত প্রবাসীদের স্মরণে নিউইয়র্কে শোক।

শিপন দেওয়ান আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদসহ আড়াই শতাধিক প্রবাসীর আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেছে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)। একইসাথে করোনা মহামারিতে বিপর্যস্ত কমিউনিটিকে জাগিয়ে তুলতে সকল সাংবাদিক নিষ্ঠার সাথে কাজের সংকল্প ব্যক্ত করেন। নিউইয়র্কসহ সমগ্র যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘এবিপিসি’র এই যৌথ সভা অনুষ্ঠিত হয় ৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

SHARE THIS ARTICLE