কর্কের জুয়েল মিয়া ও গলওয়ের আইনুল হকের নামাজে জানাজা ১৩জুলাই সোমবার

এ,কে,আজাদ – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সন্মানিত আয়ারল্যান্ড বাংলাদেশী ও সকল মুসলমান ভাইয়েরা আসলামুয়ালাইকুম।
আগামী ১৩জুলাই ২০২০ইং সোমবার দুপুর ২ ঘটিকায় মরহুম জুয়েল ভাইয়ের নামাজে জানাজা কর্ক টগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য তিনি গত ১০ জুলাই ২০২০ ইং বিকেল ৮টায় বোন ক্যান্সার রোগে ডাবলিনের জেমস হাসপাতালে মৃত্যু বরন করেন।
আগামী ১৩জুলাই ২০২০ইং সোমবার দুপুর ২ ঘটিকায় মরহুম আইনুল হকের নামাজে জানাজা গলওয়ে রিভারসাইড জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি গত ৯ জুলাই ২০২০ ইং সকাল ১১ টায় গলওয়ের টিউমে নিজ বাসায় আকস্মিক মৃত্যু বরন করেন।
ধর্মপ্রাণ মুসলমান ভাইদের শরিক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

SHARE THIS ARTICLE