
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করায় কানাডায় ট্রাক চালকদের টিকা বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিক্ষোভটি রাজধানী অটোয়া থেকে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় শনিবারেও এসব বিক্ষোভে হাজার হাজার মানুষকে অংশ নিতে দেখা গেছে। দেশটির ট্রাক চালকরা অষ্টম দিনের মতো চলা এ বিক্ষোভের নাম দিয়েছে ‘ফ্রিডম কনভয়।
পুলিশের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ বিক্ষোভে রাজধানী অটোয়াতে প্রায় পাঁচ হাজারের অধিক মানুষ অংশ নিয়েছে। রাজধানী ছাড়াও ইতোমধ্যে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। কানাডার বৃহত্তম শহর টরোন্টো. কুইবেক সিটি, ফ্রেডেরিকটন এবং উইনিপেগে কয়েকশ লোক জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এ সময় তারা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের ভ্যাকসিন নীতির কঠোর সমালোচনা।
টরোন্টোর বিক্ষোভে অংশগ্রহণকারী রবার্ট বার্তা সংস্থা রয়টার্সকে জানান, করোনা সংক্রমণ কমানোর লক্ষ্যে ট্রুডো কঠোর বিধিনিষেধ দিয়েছেন। তার দেয়া বিধিনিষেধে আমরা অসুস্থ হয়ে পড়ছি। আমরা মুক্তি চাই। এসময় তিনি ভ্যাকসিনকে এক ধরনের বিষ উল্লেখ করে জানান, ভ্যাকসিন ছাড়াই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাই। বিধিনিষেধ আমরা চাই না।
দেশটির পরিবহন মন্ত্রী ওমর আলঘাবরা বিক্ষোভকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানালেও তারা প্রত্যাখান করেছেন। তারা বলছেন,ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক এমন সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
টিকা না নেয়া ট্রাক চালকরা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তাদের কোয়ারেন্টিনে থাকা ও বাধ্যতামূলক টিকা গ্রহণের বিরুদ্ধে গত ২৯ জানুয়ারি থেকে এই বিক্ষোভ শুরু হয়।TweetShare