
আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ গতকাল ২৬শে আগস্ট বৃহস্পতিবার কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় দেড় শতাধিক। বিভিন্ন গণমাধ্যমে বিস্ফোরণ পরবর্তী ভিডিওতে দেখা গেছে লাশের স্তূপ পড়ে আছে। আহতদের অনেককে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ভিড়ের মধ্যে ঘটে যাওয়া বোমা হামলায় আহতের সংখ্যা বেশি হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালগুলোর চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই হামলায় তাদের ১২ জন সেনা নিহত হয়েছেন। তার মধ্যে ১১ জন মেরিন সেনা। একজন নৌ ডাক্তার। আহত হয়েছেন আরও তিনজন।
২৬ শে আগস্ট কাবুলের বিকেলে প্রথম হামলাটি হয় বিমান বন্দরের আবে গেটের কাছে। আর অপর হামলাটি হয় বিমান বন্দরের নিকটস্থ ব্যারন হোটেলের কাছে। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এর মধ্যে অন্তত একটি আত্মঘাতী হামলা ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে অবস্থান করছিলেন আফগানরা। আফগানদেন কাবুল থেকে সরিয়ে নেয়ার কাজ করছিলো ডেনমার্কসহ কয়েকটি দেশ। এর মধ্যেই বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে প্রায় চার থেকে পাঁচশ মানুষ ছিলেন। প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালায় আরেক হামলাকারী, এর কিছুক্ষণ পরই পাশের ব্যারন হোটেলের বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে।
তালেবান কর্তৃপক্ষ এই বোমা বিস্ফোরণের নিন্দা জানিয়ে বলেছে যে অবস্থানে এই বোমা বিস্ফোরণ ঘটেছে সেই এলাকা মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। অন্যদিকে কাবুল বিমানবন্দরে হামলার দায় আই এস আই এল (ISIL) স্বীকার করেছে বলে জানিয়েছে আমাক সংবাদ সংস্থা।

হামলাকারীকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমরা আপনাদের ছাড়বনা’। বাইডেন কাবুলে হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। তিনি বলেন যে, এই বোমা হামলা করেছে আফগানিস্তানে আইসিল (ISIL) এর সহযোগী আইএসকেপি (ISKP)। বাইডেন আরও বলেন, “যারা এই হামলা চালিয়েছে, সেইসাথে যে কেউ আমেরিকার ক্ষতি করতে চায়, এটা জেনে রাখুন: আমরা ক্ষমা করব না। আমরা ভুলে যাব না।” বাইডেন আরও বলেন, “আমরা আপনাদের খুঁজে বের করবো এবং এর প্রতিফল আপনাদের গ্রহণ করতে হবে। আমরা প্রতিক্ষেত্রে এবং সর্বোতভাবে আমাদের জনগণের স্বার্থ রক্ষা করব।”
এদিকে সর্বশেষ প্রাপ্ত সংবাদে, কাবুলে তৃতীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তালেবান বলছে মার্কিন সামরিক বাহিনী গোলাবারুদ ধ্বংস করছে। তালেবানের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে কাবুলের আশেপাশে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তৃতীয় বিস্ফোরণটি ছিল মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ধ্বংস করা।
তথ্যসূত্রঃ ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, বিবিসি, সিএনএন, স্কাই নিউজ