“ক্ষমার আকুতি”
“সৈয়দা সুলতানা রুমা”
তোমার অযোগ্য মনে করেই কি
ছেড়ে গেলে আমায়??
নাকি স্বর্গীয় সুখ হাতছানি দিয়ে
ডাকছিল তোমায়???
তবুও ভালোবাসে এই পোড়ামন,
বেশি ভালোবাসে তোমায়!!!
দেখা হবে কি কখনও???
কথা হবে কিনা জানিনা,
দূরে থেকেও স্মরণে আছো,,
শ্রদ্ধা আর ভালোবাসায়!!
হয়তো দোষী ছিলাম বলে,
শাস্তি দিলে খুব যতন করে,
বুঝতে পারলেনা আমাকে,
চিনেছো শুধুই নিজেকে!!
দায়িত্বের অবসর দিয়ে আমায়,
সুখের খোঁজে গিয়েছো চলে!!
সুখী হলে কিনা জানিও আমায়
রক্ত ক্ষরণ হৃদয় নিয়ে,,
বেঁচে আছি পৃথিবীতে,
শুধুই তোমার কল্যাণ কামনায়!!
দোষ না করেও কতো নারী,,
হয়েছে অপরাধী,হয়েছে দোষী,
আমার পাশে রয়েছে তারা,
একাকিত্বের গিয়েছে ছাড়া,
আমি ও আছি তাদের তরে,,
দুঃখ ছেড়ে তাই সপ্ন পোষী।।
সুখে থাকিও বন্ধু তুমি,
দুঃখকে দিও বিদায়!!
অপরাধী বলে আমি,,
করজোড়ে চাই ক্ষমা,,
মহান হলে তবে ক্ষমা করো,
ক্ষমা করে দিও আমায়!!!