বৃষ্টি ভেজা

বৃষ্টি ভেজা
মৌসুমি আক্তার
মেঘ ডাকছে গুড়ুম গুড়ুম
আনন্দ মনে দুড়ুম দুড়ুম।
ঐ আকাশে কালো মেঘে
নামবে বুঝি দারুন বেগ।
প্রস্তুতি সবাই খেলব চল
মাঠের মাঝে নিয়ে বল।
আয় বৃষ্টি গেয়ে গান
সবার মুখে একই টান।
বৃষ্টি যখন নেমে গেল
খেলা তখন শুরু হলো ।
মাটির রঙে গায়ের রং
পুকুরেতে ঝাঁপাঝাপি।
কাঁপা-কাঁপি শুরু হলে
সবাই মিলে ছুটোছুটি।
রাতে যখন এলো জ্বর
শরীর তখন থরথর।
মা বলে শুনলে বারণ
হতো আজ এমন কারণ।

SHARE THIS ARTICLE