গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার(ভিডিও ও অডিও)

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণী রাজধানীর একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, মেয়েটিকে প্রথমে তার বোন ফ্যানে ঝুলে থাকতে দেখে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ওই ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা যাচাই-বাছাই করছি।

নাম গোপন রাখার শর্তে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মুনিয়ার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি ঢাকায় গুলশানের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ফ্ল্যাটটির ভাড়া প্রায় এক লাখ তাকা। মুনিয়া রোববার (২৫ এপ্রিল) তার বড় বোনকে ফোন করে বলেন, তিনি ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তার বড় বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি ফোন বন্ধ পান। সন্ধ্যার দিকে ফ্ল্যাট না খুললে বাইরে থেকে ‘লক’ খুলে ঘরে ঢুকে বোন। তখন মুনিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে বাড়িওয়ালাকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোসারাত জাহানের পরিচয় ছিল। তিনি ওই মেয়েকে এক লাখ টাকা মাসিক ভাড়ায় ফ্ল্যাটটি ভাড়া নিয়ে দেন। তিনি নিয়মিত ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন।

গুলশানের ডিসি বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর লাশ উদ্ধার।

SHARE THIS ARTICLE