চীনের শীর্ষ ধনী জ্যাক মা কেনো নিখোঁজ ?

সামীর রূহাণী : পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী আলীবাবার জ্যাক মা যিনি বাংলাদেশের বিপদের সময়ের একমাত্র অকৃত্রিম বন্ধু ছিলেন । করোনা ভাইরাস যখন প্রথম সোনার বাংলার নৈসর্গিক ভূখণ্ডে তার তান্ডব চালানো শুরু করেছিলো ঠিক তখন সেই কঠিন বিপদের মূহুর্তে জ্যাক মা নিজের খরচে কার্গো বিমানে কয়েক মিলিয়ন ডলারের মাস্ক পিপিই সহ চিকিৎসা সরঞ্জাম পাঠিয়ে দিয়ে সাহায্য করছিলেন । মাস খানেক আগে গত বছরের নভেম্বরে চীনের সাংহাই এর এক অনুষ্ঠানে তিনি চীন সরকারের রাষ্ট্রীয় অর্থ নিয়ন্ত্রণ ব্যবস্থার চরম সমালোচনা করেছিলেন এবং বিশ্ব ব্যাংকের নিয়ম কে বয়স্কদের ক্লাব বলেও আখ্যায়িত করেছিলেন । তিনি শুধু সমালোচনা করেই ক্ষান্ত হননি বরং সরাসরি চীন সরকারের কাছে চিঠি লিখে আবেদন করেছিলেন আর্থিক নিয়ম নীতির পরিবর্তন করার জন্য । আর এতেই চীনের ক্ষমতাশীন কমিউনিস্ট পার্টি বিষয়টা কে নিজেদের ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ বলে মনে করতে থাকেন । পরবর্তীতে চীন সরকারের তরফ থেকে আলীবাবার উপর রাষ্ট্রীয় তদন্ত বসানো হয় এবং আরেকটা সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট এর ৩৭ বিলিয়ন ডলারের আইপিও নিষিদ্ধ ঘোষনা করে জ্যাক মা’র উপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয় । এরপর থেকেই গত দুই মাস ধরে জ্যাক মা কে আর তার কোনো প্রতিষ্ঠানে কিংবা সেমিনার দেখা দেখা যাচ্ছে না এমনকি চীনের সমস্ত পোস্টার বিজ্ঞাপন থেকেও জ্যাক মা’র ছবি পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে । এদিকে অ্যান্টের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও নিষিদ্ধ করণ ও আলীবাবার উপর রাষ্ট্রীয় তদন্ত পরিচালনা করা জেরে জ্যাক মা’র সব প্রতিষ্ঠানের শেয়ারে ধ্বস নেমেছে যার কারণে জ্যাক মা চীনের শীর্ষ পর্যায়ের ধনী থেকে বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছেন । আগে তার সম্পদের পরিমাণ ছিলো ৬২ + বিলিয়ন ডলার যেটা এখন ৫০ + বিলিয়ন ডলারে নেমে এসেছে । আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থার তথ্যসূত্র মতে স্বয়ং চীনের প্রেসিডেন্টের তরফ থেকেই জ্যাক মা’র প্রতিষ্ঠানের উপর ব্যবস্থা নেয়ার কঠোর নির্দেশ এসেছিলো । আর হয়তো একারণেই একজন জলজ্যান্ত বিখ্যাত মানুষ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যাওয়া সত্বেও সারা চীন জুরে পিনপতণ নিরবতা বিরাজ করছে কারণ কেউ চীন সরকারের ক্ষোভের মুখে পড়তে চাচ্ছেন না । চীনের বুদ্ধিজীবী মহলে একটা মিথ রয়েছে এমন যে ” তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও ! দেশ বিদেশে একাধিক গাড়ি বাড়ি বানাও কোনো সমস্যা নাই কিন্তু এখনো চীনা সরকারের সমালোচনা করো না ! তাহলে তুমি হয়তো জেলে যাবে না হয় তোমার মৃত্যু হবে !

SHARE THIS ARTICLE