ছাব্বিশে মার্চ
জিন্নুরাইন জায়গীরদার
রাত ছিল অতি দীর্ঘ
দূরে অতি দূরে উজ্জ্বল আলোর অর্ঘ্য
মেঘের গর্জন অনবরত, অন্তরে সমুদ্রের আলাপ
এল শিলা বৃষ্টি, ঝড় অফুরন্ত, গগন জুড়ে আগ্নেয়গিরির বিলাপ
আকাশ ঘুট ঘুটে অন্ধকার, বৃষ্টির রং সাদা থেকে লাল গোলাপ
লাল থেকে আরও উজ্জ্বল হয়ে প্রজ্বলিত দীপ্তশিখা নিয়তির প্রলাপ
কাল থেকে কাল, বিনিদ্র যুদ্ধের সাল
নিষ্প্রাণ স্পন্দনহীন লক্ষ লক্ষ জীবনের জাল।।
ঘুমন্ত অন্তহীন আকাশ সুনীল
মুক্তি অন্ত লক্ষ প্রাণ নিমেষে বিলীন,
দীর্ঘ সমুদ্রশ্বাস বহে পৃথিবীর দীর্ঘতম সাগর সৈকতে
বিনুনি ধরে টেনে আনা নারী, নাগালের অতীতে
বাধা হাত, বন্ধ মুখ! শুধু শরীর মাটিতে
কহে রক্তের কথা, শুধু মুক্তির সলিল সিঁড়িতে
ইতিহাসে লিখা হয় কবিতা ও গান, ব্যাথার অনলে
রাত ছিল দীর্ঘ, উজ্জ্বল আলোর ব্যূহ অতিক্রান্ত সবলে।।
আমি বলি, দীর্ঘতম রাত অন্ধকার গহ্বরে
গভীর ক্ষত, অন্তরের অত্যন্ত গভীরে
অন্ধকার কালো গহ্বরে সারি সারি সীমাহীন
মৃত্যুহীন প্রাণ হয়ে উঠে মৃত্যুঞ্জয়ী বিরতিহীন
মার্চ থেকে ডিসেম্বরে, উনিশ শ একাত্তুরে অন্তহীন
রাত ছিল অতি দীর্ঘ
দূরে অতি দূরে উজ্জ্বল আলোর ব্যূহ দূর প্রান্তরে।।
কিন্তু আজ, পুরনো আত্নার সুললিত কণ্ঠে
বছর থেকে বছরে, যুগ থেকে যুগান্তরে,
শত থেকে শতাব্দীতে
নদ থেক নদিতে, সাগর থেকে মহাসাগরে
প্রচণ্ড ভালবাসার আবেগে বলে উঠে
একে অন্যের কাছে আস, কথা কও, বন্ধু হও
দেশ ও জাতিরে বাচাও, কথা কও বন্ধু হও!
নিত্যদিন পাশাপাশি রও, ভালবাসা বেধে অন্তরে!
দণ্ড দিয়েছ শত দুর দূরান্তরে শববাহী গাড়িতে
আর কত, যথেষ্ঠ হয়েছে, এবার ক্ষান্ত দাও
উন্নত বিশ্বায়নে, মুক্তির প্রয়োজনে।।
যে নরকে ঘর বেধে জ্বলেছি দীর্ঘ কাল
আজো সেই অনলে জ্বলে, শানিত করো অনুভূতি
উপলব্ধি হোক উন্নত, মনোবল হোক দৃঢ়
রাত্রি ছিল দীর্ঘ আজ ভোরে
আমি দেখেছি নিদারুণ যন্ত্রণা অন্তরের গভীরে
একে অপরে মিলে আমরা হতে পারি পরিপূর্ন
আমি তোমার মনোভংগী অবলোকন করি, ছদ্মবেশী
তোমার গভীর কালো চোখে আমি অন্তহীন ভালোবাসা দেখি।।
আমি বলি কি, এসো হাতে হাত মিলাও
করতালি দাও, সকলে একাত্ন হও এই মিলন মেলায়
আমি বলি কি, হাতে হাত মিলাও
করতালি দাও, সকলে একাত্ন হও ভালোবাসার ভেলায়
আমি বলি কি, হাতে হাত মিলাও
করতালি দাও, সকলে একাত্ন হও মত্ত হও আনন্দ খেলায়
আমি বলি কি, হাতে হাত মিলাও
করতালি দাও, সকলে একাত্ন হও প্রশস্ত করে হৃদয়
সকলে একাত্ন হও, আত্নাকে করো পরিচ্ছন্ন
সকলে একাত্ন হও, ভালোবাসার স্বর্গে হও আচ্ছন্ন
আর ইতিহাসকে করোনা মলিন,
ভণ্ডতা আর কালিমায় করোনা লুপ্ত বিলীন
করতালি দাও, ডেকে আনো স্বর্গ থেকে সেই আত্নাকে
করতালি দাও, ডেকে আনো স্বর্গ থেকে সেই আনন্দ সত্ত্বাকে
নিদ্রায় প্রচ্ছন্ন শান্তি বাহারে, তৃপ্তি বর্ধিত হোক, উছলিত হও প্রত্যেকে ।।
বিদেহী আত্নারা, ব্যাথার সাগর থেকে গেয়ে উঠে ঐক্যের গান
বাজায় শান্তির তান, ভালোবাসা ও ঐক্যের বারতা নিয়ে
জেগে উঠে মানুষ, অবিরত জেগে উঠে মানুষের মনুষ্যত্ব
আবার জেগে উঠে জাতি, হয় স্বাধীন পরিপূর্ণ উন্নত মননে।।