জানার ইচ্ছা

জানার ইচ্ছা
জিন্নুরাইন জায়গীরদার

জানতে ইচ্ছে করে আধুনিক সমাজে
কার ভাগ্যে কি উপাধে জোটে
কে এই উপাধি দেয়, আর কে তা হয়ে উঠে?
কে হয় কবি, সাংবাদিক, রাজনীতিক কিংবা দূর্নীতিক?
কে হয় নেতা, অভিনেতা, সাংস্কৃতিক?
কে হয় হুমকি, ধমকি, গুম, হত্যাকারীক?
যদি এমন হত,
কবিতায় স্নাতক হলেই লাগবে উপাধি কবি,
স্নাতকোত্তর কবিগুরু আর ডক্টোরেট দেবগুরু
তাহলে কেমন হতো?
কেমন হতো, স্নাতক হলেই সাংবাদিক, রাজনীতিক, দুর্নীতিক, নেতা, অভিনেতা, হুমকি, গুম, হন্তাকারিক?
যদি এমন হতো
তাহলে রাজনীতি, দুর্নীতি, নেতৃত্ত্ব, গুম, হত্যা আর মিথ্যার বিশ্ববিদ্যালয় কোথায় হত,
কে হত কবি, কবিগুরু আর দেবগুরু
কে হত নেতা, নেতাগুরু আর দেবনেতা
কে হত গুমক, গুমগুরু আর গুমদেব
কে হত হন্তক, হন্তগুরু আর দেবহন্তক
আজ কেন জানি সেসব জানার বড়ই আকাংখা হচ্ছে!

SHARE THIS ARTICLE