আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গত জানুয়ারিতে তুরস্ক ভ্রমণ করেছেন প্রায় ১৩ লাখ বিদেশী পর্যটক। তুরস্কের কালচার অ্যান্ড ট্যুরিজম মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত মাসে দেশটিতে প্রবেশকারী মোট বিদেশী পর্যটকের সংখ্যা ছিল ১২ লাখ ৮০ হাজার।
আগের বছরের এ মাসের তুলনায় সংখ্যাটা ১৫১ শতাংশ বেশি। ইস্তানবুল শহর দেশটিতে সীমান্ত হয়ে প্রবেশের একটি প্রাথমিক জায়গা। জানুয়ারিতে ইস্তানবুল হয়ে তুরস্কে প্রবেশ করেন ৭ লাখ ৯১ হাজার ৫৭৮ জন বিদেশী। খবর আনাদুলু এজেন্সির
এডিরনে শহর হয়ে ১ লাখ ৪৮ হাজার ১৬ জন এবং আনতাল্য হয়ে ১ লাখ ১৭ হাজার ৮০১ জন দর্শনার্থী প্রবেশ করেন। মোট দর্শনার্থীর ১০ দশমিক ৫ শতাংশ অর্থাৎ ১ লাখ ৩৪ হাজার ২১৫ জন রুশ।
বুলগেরিয়া ও ইরান থেকেও তুরস্ক ভ্রমণ করেছেন যথাক্রমে ১ লাখ ৯ হাজার ৯৭১ ও ১ লাখ ৬ হাজার ৯৫৭ জন দর্শনার্থী।