তুর্কি মেয়ে তুবাকে বাঁচাতে বাংলাদেশে এয়ার এম্বুলেন্স পাঠেলেন তুর্কি সরকার

এ,কে, আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আমরা লজ্জিত জাতি, লজ্জিত আমাদের বাংলাদেশ। তুর্কি নাগরিক তুবা আহসান বিয়ে করেছিল বাংলাদেশি একজন নাগরিককে। তারা বাংলাদেশেই বাস করে। কিছুদিন আগে তুবা আহসান এবং তার পরিবারের কয়েক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং তুবার শ্বশুর মারা যায়।

এই খবর পৌছে যায় তুরস্কে থাকা তুবার পরিবারের কাছে। এক পর্যায়ে তার বড় বোন তুরস্ক থেকে টুইট করে, এরা বাংলাদেশে কোন চিকিৎসা পাচ্ছে না, এমনকি তাদেরকে টেস্টও করা হচ্ছে না।

এই টুইটের প্রেক্ষিতে মাত্র চারজন মানুষকে নিতে তুরস্ক থেকে বাংলাদেশে ছুটে আসে একটি তুর্কীর স্বাস্থ্যমন্ত্রনালয়ের একটি এয়ার এম্বুলেন্স। এম্বুলেন্সটি তুবা, তার স্বামী এবং তিন বছরের দুই জমজ কন্যা হুমা আর জিয়াদকে নিয়ে ঢাকা ত্যাগ করে।

ঢাকায় তুরস্কের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘তুবা আহসান ও তার বাংলাদেশি স্বামী এবং তাদের তিন বছর বয়সী যমজ সন্তান হুমা ও জিয়াদকে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব দেশে তুরস্কের নাগরিকরা করোনারভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না, সেখানেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদের দেশে ফিরেয়ে নেওয়া হচ্ছে।

SHARE THIS ARTICLE