থ্যাংকস গিভিং ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিমান সংস্থাগুলোর ব্যস্ততা বেড়েছে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ থ্যাংকস গিভিং ডে উদযাপন উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ বিমানে তাদের গন্তব্যে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন প্রদেশে শুরু হয়েছে বিমান যাত্রীদের ব্যস্ততা। এই হুড়োহুড়ি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সংস্থাটির পূর্বাভাস, গত বছর অর্থাৎ ২০২০ সালের তুলনায় এবার ৩শ’ শতাংশ বেশি মানুষ এই বিশেষ দিবসটি উদযাপনে বিমান ভ্রমণ করবে।

এবার এই দিবসকে ঘিরে মার্কিন বিমান পরিবহন সংস্থা ডেল্টা এয়ারের ভ্রমণ করছেন ২২ লাখ যাত্রী। তবে, ২০১৯ সালের তুলনায় এই সংখ্যা ৬৩ লাখ কম।

ইউনাইডেট এয়ারলাইন্সের আশা করছে, তাদের বিমানে এবারের থ্যাংকস গিভিং ডে উপলক্ষে ৪৫ লাখ যাত্রী নিজেদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছবে। এ সংখ্যা ২০১৯ সালের যাত্রী সংখ্যার প্রায় কাছাকাছি (৮৮ শতাংশ) বলেও জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি ২০১৯ সালে তাদের অভ্যন্তরীণ গন্তব্যে যত সংখ্যক যাত্রী বহন করেছিল তার ৮৭ শতাংশই হয়েছিল থ্যাংকস গিভিং ডে ঘিরে। এজন্য ওই বছর থ্যাংকস গিভিং ডে উদযাপন উপলক্ষে পুরো নভেম্বর মাস জুড়ে অভ্যন্তরীণ রুটে ৭শ’ টি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল।

গত সপ্তাহে বাইডেন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও ইউরোপের বিভিন্ন দেশসহ ৩৩টি দেশের নাগরিকদের, মূলত যারা করোনা ভাইরাসের দুই ডোজ টিকাই নিয়েছে তারা কোন বাধা বা ভ্রমণ নিষধাজ্ঞার কবলে পড়বে না বলে ঘোষণা দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার (শেষ বৃহস্পতিবার) থ্যাংকস গিভিং ডে হিসেবে উদযাপন করা হয়। এদিন দেশটিতে সরকারি ছুটি থাকে। ক্রিসমাসের আগে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য থ্যাংকস গিভিং উদযাপন করেন পশ্চিমারা।

SHARE THIS ARTICLE