দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসছি: মমতা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও রাজ্য ক্ষমতায় থাকার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলীয় প্রার্থী ও এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা জানিয়েছেন।

খবরে বলা হয়েছে, ভোট শেষ ও গণনার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী, পোলিং এজেন্ট ও দলের নেতাদের নিয়ে এই প্রথম বৈঠক করলেন। ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর ও ফল প্রকাশের আগে এ ধরনের বৈঠকে তাকে বসতে দেখা যায়নি।

দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা দুই-তৃতীয়াংশ আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছি। আপনারা কেউ গণনা কেন্দ্রের ট্রেন্ড দেখে গণনা কেন্দ্র ছাড়বেন না। কেউ খেতে দিলে খাবেন না। ধূমপান করবেন না।

এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটের পর বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী। বৃহস্পতিবার শেষ হয়েছে ২৯৪ আসনের আট দফার নির্বাচন। ওই নির্বাচনের ফল বের হবে আগামী রবিবার ।

বৃহস্পতিবার রাতেই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এবং সংস্থা এই নির্বাচন নিয়ে তাদের বুথফেরত সমীক্ষার আলাদা আলাদা রিপোর্ট প্রকাশ করেছে। সেই সব বুথফেরত সমীক্ষায় মমতার তৃণমূল কংগ্রেসের জয়ের ইঙ্গিত দিয়েছে। আবার দু-একটি সংবাদমাধ্যম এবং সংস্থা বিজেপির জয়ের আভাস দিয়েছে। যদিও বিজেপি জানিয়েছে, বুথফেরত সমীক্ষা তারা মানেন না। ফলাফলেই বোঝা যাবে, সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি।

তবে বিজেপির এই যুক্তিকে মানছে না তৃণমূল। তারা বলছে, অধিকাংশ বুথফেরত সমীক্ষায়ই ইঙ্গিত দিয়েছে মমতার বিজয়ের। তৃণমূলও জানে এবার এই রাজ্যে ক্ষমতায়ই থাকছে তৃণমূল। মমতাই হবেন এই রাজ্যের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী।

দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ভোট গণনার আগে ফর্ম ভালো করে পরীক্ষা করে নিতে হবে। গণনা কেন্দ্রে থাকার সময় জঙ্গল মহল ও উত্তরবঙ্গের কিছু আসন থেকে প্রথমে গণনার ট্রেন্ডে বিরোধীরা এগিয়ে আছে দেখলে গণনা কেন্দ্র ছেড়ে যাবেন না। মনে রাখবেন জয় তৃণমূলেরই হবে।

SHARE THIS ARTICLE