দুবাইয়ে গিয়ে বিতর্কে সাকিব, যা বলছেন সেই আরাভ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দুবাই এক ফেরারি আসামির জুয়েলারি প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান। তবে সেই অনুষ্ঠানের মঞ্চে না উঠে এবার নতুন ঘটনার জন্ম দিলেন সাকিব।

জানা যায়, বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি রেঞ্জ রোভার গাড়িতে চড়ে দুবাইয়ের দেরা বাজারে আসেন তিনি। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরাভ খান। এর আগে অনুষ্ঠানে যোগ দেন উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, সঙ্গীত শিল্পী বেলাল খানসহ প্রমুখ। স্থানীয় সময় বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধনী আয়োজন শুরু হয়। তবে অনুষ্ঠানের মঞ্চে না উঠে ১০ মিনিটের মধ্যেই স্থান ত্যাগ করেন তিনি। এসময় বিতর্কের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার।

দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় মঞ্চে উঠে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের আলোচিত অভিনেতা হিরো আলম, আরেফিন আকাশ, বঙ্গ শিমুল ও জাবেদ সরওয়ার। অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য চিত্রনায়িকা দীঘি দুবাইয়ে গেলেও তাকে দেখা যায়নি।

তদন্তের স্বার্থে সাকিব-হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে :  ডিবিপ্রধানPrimenewsbd

এদিকে জানা গেছে, পুলিশের পরিদর্শক পদপর্যাদার এক সদস্য হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান। তিনি মূলত গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো: মামুন ইমরান খান হত্যা মামলার ৬ নম্বর আসামি তিনি। রবিউল ভারতে গিয়ে বিয়ে করে সেদেশের নাগরিকত্ব নেন। নাম পাল্টে রাখেন আরাভ খান।

দুবাইয়ের আরাভ খানই পুলিশ পরিদর্শক মামুন হত্যার পলাতক আসামি বলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ নিশ্চিত করেছে। ডিবি জানায়, পুলিশের জমা দেয়া অভিযোগপত্রেও আরাভ খানকে পলাতক আসামি দেখানো হয়েছে। ডিবিপ্রধান হারুন অর রশীদ জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা খুনের মামলার আসামি আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ডিবিপ্রধান জানান, ডিবি থেকে নিষেধ করার পরও সাকিব ও হিরো আলম দুবাইয়ে গিয়েছেন। তদন্তের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ আছে সেটিও খতিয়ে দেখা হবে।

দুবাইয়ে পুলিশ হত্যার আসামির দোকান উদ্বোধনে সাকিব! - DesheBideshe

এদিকে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডে তিনি জড়িত নন। মামলার কথা স্বীকার করে আরাভ খান বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি অপরাধী কিনা সেটা যাচাই করবে আদালত। মামলা চলমান রয়েছে, রায়ের জন্য অপেক্ষা করুন। আমি যদি অপরাধী হই, বিচারে যদি দোষী হই—সেই সাজা মাথা পেতে নেবো। সুষ্ঠু বিচারের আশ্বাস পেলে দেশে ফিরতে রাজি আছি।

স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে অনেকেই আমাকে উপরে উঠতে দিচ্ছে না উল্লেখ করে আরাভ খান আরও বলেন বলেন, আমি ডিসকাউন্টে গ্রাহকদের কাছে স্বর্ণ পৌঁছে দেবো—এমন ঘোষণা দিয়েছিলাম আর সেই ঘোষণাই আমার কাছে কাল হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের একটি বড় অংশ আমার বিপরীতে রয়েছে।

SHARE THIS ARTICLE