দুর্যোগের ঘনঘটা

দুর্যোগের ঘনঘটা

জিন্নুরায়ান জাইগিরদার

পূর্বাকাশে দেখা দিয়েছে ভয়াবহ এক দুর্যোগের আবেশ
করুণ এক পরিণতির দিকে এগিয়ে চলেছে স্বদেশ
অদূরদর্শিতা আর নেতৃত্ত্বহীনতা এবার, করছে নিকেশ
দুর্নীতি আর মিথ্যাচার দিয়ে ঢেকে রাখা যায়না রমেশ
যে সময় গিয়েছে চলে
তার হবে কি কখনো হিসেব নিকেশ?বঙ্গবন্ধুর বাণী
“যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো”
এখনি হাত তুলে সকল মেধা নিয়ে জাতি ঝাঁপিয়ে পড়ো
যারা শুধায়, কোথায়?
বঙ্গোপসাগরে নয় পদ্মার অথৈ জলেও নয়
যমুনা, সুরমা কিংবা কুশিয়ারার দলেও নয়
রাজপথে নয়, রমনার বটমূলেও নয়
ঝাঁপিয়ে পড়ো, জলে স্থলে, মহাস্রষ্টার পদতলে
নতশিরে করজোড়ে, উচ্চ রবে, কহো, কোটি গলে
হে প্রভু,
তোমার সৃষ্টিরে মার্জনা করো তব ক্ষমতার বলে।কি করা চাই ?
টেস্ট টেস্ট টেস্ট টেস্ট ……এটাই এই মুহূর্তে বেস্ট
যত বেশী টেস্ট হবে, তত বেশী রোগী সনাক্ত হবে
তত বেশী সংস্পর্শ জানা যাবে
তারা সবাই অবরুদ্ধ রবে
হাজারে হাজার, লক্ষ লক্ষ টেস্ট করো দিনে
জীবন চলে গেলে, অর্থ দিয়ে কি নেবে কিনে?আর কি করা চাই?
লক্ষ কোটি যারা করেছ লোপাট
হাজার কোটি নিয়ে, যারা বক্ষে দিয়েছ কপাট
শত কোটি যাদের কক্ষে ধরেছ ওহে বড় বড় লাট
তারা খুলে দাও বক্ষ
গড়ে তোল হাসপাতাল লক্ষ লক্ষ
লেগে যাক দেশে নির্জলা এক যজ্ঞ।নেতৃত্ব
সরকারকে আজ নিতে হবে বোঝা
নেতৃত্বের পতাকা হাতে ধরে, এগিয়ে চলো সোজা
জাতি দাঁড়াবে পিছনে হাতে নিয়ে ধ্বজা
যেভাবে মুক্তিযুদ্ধে নেমেছিলো এক সারিতে খোঁজা
সকলে মিলে মিশে, রাজা কিংবা প্রজা।।

SHARE THIS ARTICLE