নানা আয়োজনে পল্লীবন্ধুর জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনার প্রাদুর্ভাবের কারনে বড় সমাবেশ গুলোর বিধি নিষে্ধ থাকার কারনে এই বছর প্রতিটি জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল পল্লীবন্ধুর জাতীয় পার্টি। রাজধানী ঢাকা ছাড়াও সারা দেশে আলোচনা সভা ও র‍্যালীর মাধ্যমে পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। পাশাপাশি এ উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে এরশাদ ট্রাস্টি বোর্ড।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংসদে জাপা চেয়ারম্যান জি এম কাদের এমপি এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন চেয়ারম্যান।

Image may contain: 13 people, people standing

এরপর জি এম কাদেরসহ শীর্ষ নেতৃবৃন্দ পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আবদস সবুর আসুদ, মসিউর রহমান রাঙ্গা এমপি, অ্যাডভোকেট মো: রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার এমপি, আবদুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা এমপি, চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি প্রমুখ কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Image may contain: 19 people, people standing and outdoor


বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি। পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তৃতা করেন।

গতকাল শুক্রবার রংপুর জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১/১২/২০২০ বৃহস্পতিবার সন্ধা থেকে জাতীয় পার্টির রংপুরের প্রধান কার্যালয়ে আলোকসজ্জা সজ্জিত। ০১/০১/২০২১ শুক্রবার সকাল ৬ টায় জাতীয় পার্টির রংপুরের প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বিকেল ৩ টায় পল্লীনিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ স্যারের সমাধিতে বিনম্র শ্রদ্ধা এবং দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা মাধ্যমে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করাহয়। জাতীয় পার্টির জেলা ও মহানগর নেতৃবৃন্দ স্যারের সমাধিস্থলে ফুলেল দিয়ে শ্রদ্ধা জানায়। জাতীয় পার্টির জেলা ও মহানগর কর্মসুচিতে সভাপতিত্ব করেন র্জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুুর মহানগর সভাপতি এবং রংপুুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা,উপস্থিত আমি এস এম ইয়াসীর জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক।

Image may contain: 8 people, including Abdul Awal Bhuiyan Shuvo

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক রংপুর জেলা আলহাজ্ব আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ সাফিয়ার রহমান শাফি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয় ও মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান নাজীম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ খতিবর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম, জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন মাস্টার, জাতীয় পার্টির রংপুুর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম সিদ্দিকী, জাতীয় পার্টির মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাসুদ রানা বিপু, জাতীয় যুব সংহতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম,

Image may contain: 23 people, including Syed Mohammad Yeashir, people standing

সভাপতি জাতীয় সংসদে রংপুর মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রফিক ইসলাম ,মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন কাদেরী শান্তি,যুব সংহতি জেলা সাংগঠনিক সম্পাদক আসিক আলী,জাতীয় ছাত্র সমাজ রংপুর বিভাগীয় সভাপতি ও মহানগর জাতীয় ছাত্র সভাপতি ইয়াসীর আরাফাত আসিফ,ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ছোট্ট, জাতীয় ছাত্র সমাজ রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এবং কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সদস্য সচিব মোঃ আরিফ আলী, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম সদস্য সচিব সামিউল ইসলাম সৈকত মহানগরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আজিম ড্যানি, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামরান, মোঃ মামুনুর রহমান রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুহিন সরকার, মোঃ জীবন চৌধুরী, মোঃ রাব্বি, জাতীয় শ্রমিক পার্টির রংপুর জেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তোপা, জাতীয় শ্রমিক পার্টির রংপুর মহানগর কমিটির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মাজাহারুর ইসলাম মন্টু, জাতীয় অটো শ্রমিক পার্টির রংপুর মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব তসলিম উদ্দিন প্রধান উৎচ্ছল, মহানগর ব্যাটারি চালিত অটোরিক্সা সভাপতি মুহাম্মদ আবদুল মজিদ, মোহাম্মদ সুলতান মিয়া, মোহাম্মদ মিলন মিয়া এবং উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির জেলা কমিটি এবং প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Image may contain: 15 people, people standing and outdoor

পল্লীবন্ধু এরশাদের সমাধিতে বিদিশা ও এরিক এরশাদ শ্রদ্ধা নিবেদন করেন। এ দিকে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এরশাদ ট্রাস্টি বোর্ড।

এরশাদের জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে: বিদিশা | ক্রাইম ডিসকভারি

শুক্রবার বিকেল ৪ টায় নারানগঞ্জ জেলা ও মহানগর জাতীয়পার্টির উদ্যাগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধাব অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারয়ায়নগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা।

শুক্রবার সকালে পার্টির কয়েকশ’ নেতাকর্মী শহরের শিববাড়িতে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।  পরে বেলা ১১টার দিকে ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড, মোটরবাইক, পিকআপ ভ্যান ও বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য আনন্দর‌্যালি বের করে। 

র‌্যালিটি শহরের প্রধান সড়ক পদক্ষিন করে আবার শিববাড়ি মোড়ের মাইক্রোস্ট্যান্ডে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।  

গাজীপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক স্বাস্থ্যসচিব এমএম নিয়াজ উদ্দিন।  অ্যাডভোকেট আবু তালেব মানিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও সিটি কাউন্সিলর মো. মোশারফ হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন, অ্যাডভোকেট মনোয়ার হোসেন, জাতীয় পার্টির নেতা মো. শাহজাহান মিয়া, পবন চন্দ্র ঘোষ, মাসুদুর রহমান টিটু, সাইদুর রহমান শাহীন, মো. আলফাজ উদ্দিন, মো. আয়নাল মিয়া, হারুন-অর রশিদ, সাইফুল ইসলাম সরকার, মো. হানিফ মাষ্টার, জহিরুল ইসলাম সরকার, আজিজ আহাম্মেদ, হাসান সারোয়ার সুজন, সালামত হোসেন, অনিল চন্দ্র দে, আকরাম হোসেন, আশরাফুল ইসলাম আলম, আমান উল্লাহ আমান, নুরুল ইসলাম নুরু, রফিকুল ইসলাম রফিক, ইয়াজ উদ্দিন সরকার, আমিন আলী সরকার, নাসির উদ্দিন তালুকদার, রমিজ উদ্দিন রাজু, মহিউদ্দিন সরকার, মাসুম রানা, ওমর ফারুক, বাহারুল ইউনুস, রুকসানা রুমি, পারভীন সুলতানা, আ: সাত্তার, সালাম মোল্লা, হাজী সামাদ, আব্দুল জলিল, আমজাদ হোসেন সরকার প্রমুখ।
 

SHARE THIS ARTICLE