নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে। মস্কোর একটি আদালত তার বিরুদ্ধে এ রায় দেয়। খবর বিবিসি।

রায় ঘোষণার পরই দেশজুড়ে রাজপথে নেমে আসে নাভালনি সমর্থকরা। তীব্র শীত উপেক্ষা করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির মধ্যেই বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার মানুষ। মস্কোর কেন্দ্রস্থল ও সেন্ট পিটার্সবার্গসহ বিভিন্ন স্থানে নাভালনির মুক্তির দাবিতে আওয়াজ তোলে সমর্থকরা।

বিবিসি জানিয়েছে, জালিয়াতির একটি মামলায় স্থগিত হওয়া সাজার শর্ত লঙ্ঘনের দায়ে নাভালনিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৪ সালের ওই মামলায় তার স্থগিত সাজা কারাদণ্ডে রূপান্তরিত করা হয়েছে।

ওই মামলায় এরইমধ্যে এক বছর গৃহবন্দি ছিলেন তিনি। ফলে সাড়ে তিন বছরের কারাদণ্ডের মেয়াদ থেকে ওই এক বছর বাদ যাবে। অর্থাৎ আড়াই বছর জেল খাটতে হবে তাকে।

এদিন আদালতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষ প্রয়োগকারী হিসেবে আখ্যায়িত করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

এদিকে নাভালনির গ্রেফতারের প্রতিবাদে রাজপথে নামা আন্দোলনকারীদের ওপরও চড়াও হয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বহু বিক্ষোভকারীকে। শুধু মস্কোতেই ধরপাকড়ের শিকার হয়েছে আট শতাধিক আন্দোলনকারী। আর দেশজুড়ে গ্রেফতার করা হয়েছে পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে।

এদিন রায়ের আগেই বিরোধীদলীয় নেতার ঘনিষ্ঠ সহযোগীদের অনেককে তুলে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। এ তালিকায় নাভালনির ভাই ওলেগ নাভালনি-ও রয়েছেন।

নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল নাভালনিকে। সেই হত্যাচেষ্টায় কোমায় চলে গিয়েছিলেন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে। সেখানে চিকিৎসায় সুস্থ হন তিনি। অবশেষে ১৭ জানুয়ারি দেশে ফেরামাত্র বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়। পাঠিয়ে দেওয়া হয় কারাগারে।

তার মুক্তির দাবিতে রাজপথে নামে সমর্থকরা। এর মধ্যেই বুধবার তাকে সাজা দেন আদালত। এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে হাজার হাজার মানুষকে আটক করে সরকারি বাহিনীর সদস্যরা।

সূত্র : বিবিসি

SHARE THIS ARTICLE