আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। গত কয়েকদিন ধরে দেশটিতে সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। সর্বশেষ খবরে প্রকাশ, নিরাপত্তারক্ষীদের হত্যা করে বিরোধীরা প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিয়েছে।
বিবিসি জানিয়েছে, বেসামরিক শাসন ব্যবস্থায় একটি পরিবর্তনের প্রস্তাবকে কেন্দ্র করে এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, খার্তুমের সেনা কার্যালয়ের কাছে গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
আধাসামরিক বাহিনী দ্য প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ) জানিয়েছে, তারা বিমানবন্দর ও প্রেসিডেন্ট ভবনের দখল নিয়েছে। তবে এমন দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি বিবিসি।
এর আগে আরএসএফ জানায়, খার্তুমের দক্ষিণে তাদের একটি ক্যাম্পে হামলা হয়েছে।
এদিকে সুদানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের কার্যালয় দখলের চেষ্টা করছে আরএসএফ সদস্যরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ফুটেজে দেখা গেছে, খার্তুমে সামরিক বাহিনীর গাড়ি ছুটছে। আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে মানুষকে জনকে।
সুদানে ২০২১ সালের অক্টোবরে সেনাঅভ্যুত্থানের পর সভরেইন কাউন্সিল নামের একটি পরিষদের মাধ্যমে দেশটির শাসন করছিল সেনাবাহিনী।
আরএসএফের দায়িত্বে রয়েছে ওই কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট জেনারেল মোহামেদ হামদান দাগালো। অন্যদিকে সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে কাউন্সিলের প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহা।
বেসামরিক শাসন ব্যবস্থার প্রস্তাব অনুযায়ী, আরএসফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার প্রস্তাব দেয়া হয়েছে।
এ প্রস্তাব বাস্তাবায়নে ১০ বছরের সময় চায় আরএসএফ। তবে সেনাবাহিনী জানিয়েছে, দুই বছরের মধ্যে তারা প্রস্তাবের বাস্তবায়ন চায়।