
নীড়ে ফিরে আসা
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার
হাসপাতালের জানালায়, সুর্য দাঁড়িয়ে হাসে
নীল আকাশে সাদা মেঘ খেলা করে,
জীবন ওখানে নিত্য সুখ-দুখের খেলা করে
কেউ ফিরে আসে নীড়ে, কেউ অস্তিত্ব হারায়, গোধূলি তীরে।
সেবিকা এমা আর মার্থা যেন স্বর্গের দেবিকা
ব্যাথিত মানবের আত্নজ কোন প্রেমিকা
স্বাস্থ্য সহকর্মি ক্রিস্টিন, দুরন্ত পূষিকা
পেশাদারিত্বের এক অনন্য লিপিকা।
সময় এলো, কাল রাতে নীড়ে ফিরে আসার
কর্কট রোগ নিয়ে এলো, নূতন চেতনার আধার
সারা বিশ্ব যেন এক স্নেহ মমতার পাথার
প্রেম-প্রীতি-পরিচিতি, নবজীবনের অদম্য বাহার।
চারিদিকে উদ্বিগ্ন আত্নীয়-স্বজনের স্নেহাতুর মুখ
বন্ধুদের ভালোবাসার কত সুখ
দীর্ঘ বিরহে যেন, ভালোবাসা দিগন্তে উন্মুখ
সামাজিক মাধ্যম হয়েছে যোগাযোগের সম্মুখ।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতাই
এখন আমার চেতনার একান্ত প্রকাশ
স্রষ্টার অপার মহিমায়,
সুস্থ জীবন প্রার্থনা হোক নিত্য সকাশ