পঁচিশ বছর আগে
“সৈয়দা সুলতানা রুমা”
পঁচিশ বছর আগেই তুমি
ছেড়ে গেলে আমার শহর,
ক্ষণে ক্ষণে আজও মনে
জেগে উঠে সেই স্মৃতির চর।
বয়স তোমার হয়তো ঊনিশ
আমার তখন সবে চৌদ্দ,
তোমার চোখে পড়েছি আমি
ভালোবাসার প্রথম পদ্য।
চোখের দৃষ্টিতে দেখেছি প্রেম
দেখেছি ফাগুন তোমার মনে,
অবুঝ মন বোঝেনি সেদিন
অপলক চাহনির মানে।
সম্মুখে তোমার অবুঝের মতো
শুধু হেসেছিলাম মিটিমিটি,
চোখের ভাষা বুঝিনি সেদিন
পাইনি তোমার উড়ো চিঠি।
নয়নে নয়ন রেখে হয়নি কথা
দুজনের মাঝে ছিলো নীরবতা,
হৃদয় কেঁপেছে সেই দৃষ্টির ছলে
প্রথম প্রেম বুঝি একেই বলে।
শোনা হয়নি তোমার মনের কথা
ক্ষণিকের স্মৃতিটুকু হৃদয়ে গাঁথা,
আড়ালে রেখে প্রেম কেন গেলে দূরে?
মন সেই উত্তর আজও খুঁজে ফিরে।
রাত কেটে যায় দিন হাসে
এই মনের ছোট্ট ক্যানভাসে
আসোনি আর নিতে খবর,
পঁচিশ বছর আগেই তো তুমি
ছেড়ে গেলে আমার শহর।
ওলট-পালট করেছো জীবন গতি
আধারে মিলেছে প্রেমের জ্যোতি,
আমিও ভুলেছি ছিলে কভু মনে
সখ্যতা হয়েছে এখন পঁচিশের সনে।