পল্লবী থানায় বোমা বিস্ফোরণ ॥ ৪ পুলিশ আহত। বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : পুলিশ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রাজধানীর মিরপুর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনা চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ডিসি (মিডিয়া) ওয়ালিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর থানা পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের সঙ্গে অস্ত্র এবং ভারী একটি বস্তু ছিল। ভোরে ওই ভারী বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন।

তিনি আরও জানান, আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর একজন পুলিশ সদস্যকে সেখান থেকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া দুজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

SHARE THIS ARTICLE